ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

জামায়াতের ভূমিকা নিয়ে শামীমের সরাসরি অভিযোগ

২০২৫ সেপ্টেম্বর ১৭ ১৪:২২:১৭

জামায়াতের ভূমিকা নিয়ে শামীমের সরাসরি অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সম্প্রতি একটি টক শোতে বলেছেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার প্রস্তাবের সঙ্গে জামায়াতের সম্পৃক্তি দুঃখজনক। তাঁর মতে, জামায়াত মূলত জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে নির্বাচন পেছানোর সুযোগ হিসেবে ব্যবহার করতে চাচ্ছে।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, "যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছিল, তখন জামায়াত কিছু বলেনি। কিন্তু জাতীয় পার্টি নিষিদ্ধের সময় তারা স্পষ্ট অবস্থান নিয়েছে। এটি দুঃখজনক।" তিনি আরও জানান, স্বাধীন বাংলাদেশের প্রথম ভোটে জামায়াত পার্টি অংশগ্রহণ করেছিল ১৯৮৬ সালে। তখনও জাতীয় পার্টি কখনও জামায়াতের পক্ষে কথা বলেনি।

তিনি উল্লেখ করেন, "গণতন্ত্র মানে নয় যে কিছু দল মিলে অন্য দলকে ব্যান করবে। ভোটের আসন ভাগাভাগি করবে। গণতন্ত্রের অর্থ হলো নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে। নির্বাচনের ফলাফল আগেভাগে ঠিক করা হলে তা স্বৈরাচারী আচরণ।"

শামীম হায়দার বলেন, "অন্তর্বর্তী সরকার জামায়াত-এনসিপি প্রভাবিত। এই মুহূর্তে জামায়াত দেশের সবচেয়ে শক্তিশালী অবস্থায়। তাই তাদের দায়িত্ব সচেতনভাবে ব্যবহার করা উচিত। সরকার পরিচালনায় তারা সমস্যায় পড়ছে না, তাই নির্বাচন পেছানো তাদের শক্তি আরও দৃঢ় করবে।"

তিনি আরও মন্তব্য করেন, "যদি ভোট পিছিয়ে দেওয়া হয়, বিভিন্ন দল ব্যান করা হয়, তাহলে নির্বাচন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে। এর মাধ্যমে ভোটকে নষ্ট করা এবং নির্ধারিত ফলাফল তৈরি করা হচ্ছে। এটা কোনোভাবেই গণতন্ত্রের সঙ্গে মিলে না।"

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত