ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

বিএনপির নির্বাচনী চমক : তফশিলের আগেই একক প্রার্থী ঘোষণা

২০২৫ সেপ্টেম্বর ১৭ ১৩:০০:৩৮

বিএনপির নির্বাচনী চমক : তফশিলের আগেই একক প্রার্থী ঘোষণা

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি ভিন্ন কৌশলে এগোচ্ছে। তফশিল ঘোষণার আগেই ৩০০ আসনের অন্তত ৭০ শতাংশে একক প্রার্থী চূড়ান্ত করার প্রাথমিক প্রস্তুতি চলছে। দলের নেতারা আসনভিত্তিক মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ করে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই করছেন।

জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগের জন্য ‘ডোর টু ডোর’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফাসহ অতীত ও ভবিষ্যতের প্রতিশ্রুতি তুলে ধরবে এবং সারা দেশে নির্বাচনি ঢেউ তোলার চেষ্টা করবে।

একক প্রার্থী ঘোষণার সিদ্ধান্তের পেছনে রয়েছে ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচনের বর্জন, ২০১৮ সালের ভোটের অনিয়ম এবং দীর্ঘ সময়ে নির্বাচনী মাঠে অংশগ্রহণের অভাব। তাই তফশিলের আগে একক প্রার্থী ঘোষণায় দলীয় ঐক্য বজায় রাখা এবং ভোটপ্রার্থীদের মধ্যে দ্বন্দ্ব কমানোর পরিকল্পনা রয়েছে।

তফশিল ঘোষণার পর বাকী আসনে জোট বা সমঝোতার ভিত্তিতে প্রার্থী ঘোষণা করা হবে। নেতাদের মতে, এবার মনোনয়ন কার্যক্রমে চমক থাকতে পারে; কিছু নতুন, তরুণ বা অপ্রত্যাশিত প্রার্থী মাঠে নামবেন, আবার সিনিয়র ও প্রভাবশালী নেতাদেরও সুযোগ সীমিত হতে পারে।

বিএনপি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নির্বাচনের আগে ঘোষিত ৩১ দফার ভিত্তিতে দেশের প্রশাসন পরিচালনার প্রতিশ্রুতি দেবে। দলের বৈঠকে ভোটারদের নির্বাচনমুখী করা, নির্বাচন ইশতেহার চূড়ান্ত করা এবং দলকে প্রস্তুত করা নিয়ে আলোচনা হয়েছে। পুরুষ ও মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করে জনসম্পৃক্ত রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হওয়ার পরিকল্পনা করছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত