ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে জামায়াতের পিআর ভোট দাবি

২০২৫ সেপ্টেম্বর ১৭ ০৮:৪৮:৪৭

ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে জামায়াতের পিআর ভোট দাবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা জানিয়েছেন, জনগণের স্বার্থে দেশে অন্তত একবার আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ভিত্তিক নির্বাচন হওয়া জরুরি। তাদের দাবি, এ পদ্ধতি হলে কেন্দ্র দখল ও ফল উল্টে দেওয়ার প্রবণতা হ্রাস পাবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে অনুষ্ঠিত বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, অধিকাংশ মানুষ পিআরের পক্ষে। ইউরোপের দেশগুলোতেও এই ব্যবস্থা রয়েছে। ফলে প্রতিনিধিরা আমাদের কথা সহজেই বুঝতে পেরেছেন।

তাহের আরও জানান, আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ফেব্রুয়ারির নির্বাচন ও তার সুষ্ঠুতা নিয়ে আলোচনা হয়েছে। ইউরোপীয় প্রতিনিধিরা মূলত নির্বাচন কীভাবে হবে এবং তা কতটা সুষ্ঠু হবে, সে বিষয়েই জানতে চেয়েছেন।

সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, “মেয়াদ বাড়ালেই যে ঐকমত্য আসবে তা নয়। এক ঘণ্টায়ও সমঝোতা হতে পারে। তবুও সময় বাড়ানো হচ্ছে। আমি মনে করি, এটা সময় নষ্টের কৌশল।”

জাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “৭২ ঘণ্টার বেশি সময়েও ফল ঘোষণা হয়নি। তবুও সবার চোখের সামনে ছিল বলে ফল পাল্টানো যায়নি। জাতীয় নির্বাচনেও একই আশঙ্কা রয়েছে। এজন্য আমরা বলেছি, অন্তত একবার পরীক্ষামূলকভাবে পিআর সিস্টেমে নির্বাচন করা হোক। প্রয়োজনে পরে পরিবর্তন আনা যাবে।”

তিনি আরও বলেন, “আমরা দুই-তিন মাস ধরে কনসেনসাস কমিটির সঙ্গে কাজ করছি। ঐকমত্যেও পৌঁছেছি। এখন এটিকে আইনি ভিত্তি দেওয়া শুধু একটি সিদ্ধান্তের বিষয়। কিন্তু সময়ক্ষেপণের কারণে বারবার আমরা একই জায়গায় আটকে যাচ্ছি।”

বৈঠকে জামায়াতের অন্যদের মধ্যে ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।

অন্যদিকে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলে ছিলেন সভাপতি মুনির সাতৌরী, লুক্সেমবার্গের ইসাবেলা ভিয়েডার-লিমা (ইপিপি), পোল্যান্ডের আরকাদিউস মুলারচিক (ইসিআর), এস্তোনিয়ার উর্মাস পায়েট (রিনিউ ইউরোপ), নেদারল্যান্ডসের কাতারিনা ভিয়েইরা (দ্য গ্রিন্স) প্রমুখ।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত