ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে: শামসুজ্জামান দুদু

২০২৫ সেপ্টেম্বর ১৬ ২১:৩৭:৪৭

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে: শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মন্তব্য করে বলেছেন, একটি দল নির্বাচনে বিরোধীতা করছে। নির্বাচনকে বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। সঠিক সময়ে নির্বাচন না হলে দেশেরভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত চুয়াডাঙ্গার বিভিন্ন নির্বাচনী এলাকায় গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি। সভা অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন, আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি, খাসকররা ও জামজামি বাজারে।

শামসুজ্জামান দুদু বলেন, আমরা বেগম জিয়া, শহীদ জিয়া ও তারেক রহমানের পক্ষে। মানুষের কাছে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইব। দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রান্তিকালে রয়েছে। আমাদের দায়িত্ব ঐক্যবদ্ধভাবে ভোটের মাধ্যমে জনগণকে ক্ষমতায়ন করা।

তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, যদি আমাদের সামান্য ভুল হয়, তবে সেই শক্তি যারা একসময় গণহত্যা চালিয়েছে এবং দেশের অর্থ লুটপাট করেছে, তারা সুযোগ নিতে পারে। তাই আমাদের সতর্ক থাকতে হবে এবং আগামী নির্বাচনে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের দল বিএনপিকে জয়ী করবে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো আপোষ নেই। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া এবং নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা একত্রিত হব।

গণসংযোগ ও পথসভায় আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিুলু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপিরি সাবেক সাধারণ সম্পাদক ও জেহালা ইউপির সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম, চুয়াডাঙ্গা পৌর বিএনপি সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতন, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু, সহ-সভাপতি আরিফুজ্জামান পিন্টু, সহ-সাধারণ সম্পাদক পিনু মুন্সী, জেলা কেন্দ্রীয় কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস.কে.সাদী, সদস্য আবু জাফর, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মকলেচুজ্জামান মকলেচ, বিএনপি নেতা অ্যাডভোকেট মুহিদুল, আলমডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি আনিচুর রহমান, আলমডাঙ্গা উপজেলার কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, আলমডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, বিএনপি নেতা ছিতাপ আলী, নাসির কমিশনার, ডা. মানোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ডা. আলাউদ্দিন, যুবদল নেতা বোরহান উদ্দিন, শফিকুল আজম ডালিম, যুবদল নেতা মাগরিবুর রহমান, রহিতুজ্জামান, দুলু মিয়া, আখতার আলী, ইশাহক আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম.এ.তালহা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুনজুরুল জাহিদসহ প্রমূখ নেতৃবৃন্দ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত