ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

সাবেক ভূমিমন্ত্রীসহ ২৫ জনের বিরুদ্ধে ২১ কোটি টাকার আত্মসাত মামলা      

২০২৫ সেপ্টেম্বর ১৬ ১৯:৪৫:৩২








সাবেক ভূমিমন্ত্রীসহ ২৫ জনের বিরুদ্ধে ২১ কোটি টাকার আত্মসাত মামলা




 
 



 

নিজস্ব প্রতিবেদক : ঢাকার কারওয়ান বাজার শাখা থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর নামে প্রতিষ্ঠান ব্যবহার করে মোট ২১ কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ও ব্যাংকের এমডিসহ মোট ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-সহকারী পরিচালক মো. রুবেল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের উর্ধ্বতন সূত্র বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে।

মামলার আসামিরা হলেন: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী, ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, মডেল ট্রেডিং-এর মালিক ও আরামিটের জুনিয়র অফিসার মোহাম্মদ মিছবাহুল আলম, হিসাব খোলার পরিচয়দানকারী মোহাম্মদ মামুনুর রশীদ, ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক ইউনুছ আহমদ, এবং আরও ১৯ জন।

এর পাশাপাশি, ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, সাবেক ভাইস চেয়ারম্যান বজল আহমেদ বাবুল, সাবেক সিনিয়র এক্সিকিউটিভ অফিসার শ্রাবন্তী মজুমদার, সাবেক এফএভিপি ও কারওয়ান বাজার শাখার ম্যানেজার (অপারেশন) মোসাদ্দেক মো. ইউসুফ, সাবেক এক্সিকিউটিভ অফিসার মুঝায়োনা সিদ্দিক, সাবেক এভিপি ও ক্রেডিট অফিসার মোহাম্মদ গোলাম রাকিব, এবং সাবেক এফভিপি ও কারওয়ান বাজার শাখার প্রধান আলমগীর কবির-কেও আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, আসামিরা ব্যাংকের স্বত্ব ও ঋণ ব্যবস্থাপনার সুযোগে কাগজে কর্মচারীকে মালিক দেখিয়ে ঋণ নিয়ে অর্থ আত্মসাত করেছেন। বর্তমানে দুদক প্রক্রিয়াধীন তদন্তের মাধ্যমে প্রমাণ সংগ্রহ করছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত