ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

মেসি কি খেলবেন ২০২৬ বিশ্বকাপ?

২০২৫ সেপ্টেম্বর ১৬ ১৯:২০:৩০

মেসি কি খেলবেন ২০২৬ বিশ্বকাপ?

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ঐতিহাসিক জয়ের পর থেকেই একটি প্রশ্ন ফুটবল মহলে ঘুরপাক খাচ্ছে: লিওনেল মেসি কি ২০২৬ বিশ্বকাপে খেলবেন? মেসি নিজে এই প্রশ্নের ভার সময়ের হাতে ছেড়ে দিলেও, তার সতীর্থ ক্রিস্টিয়ান রোমেরো মনে করেন, মেসি অনায়াসেই পরের বিশ্বকাপ খেলতে পারবেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে টটেনহ্যামের এই ডিফেন্ডার বলেন, "লিও সম্পর্কে উত্তরটা আমি দিতে পারি, আমার মতে তিনি ফিট। তাই সহজেই তিনি বিশ্বকাপে খেলতে পারেন। এই সিদ্ধান্তটা তার। আমরা সবাই তার সঙ্গে খেলা এবং তাকে খেলতে দেখাটা উপভোগ করি। ফুটবল সম্পর্কে যারা জানে, তাদের কাছে তিনি ইতিহাসের সবচেয়ে বড় তারকা।" রোমেরো আরও যোগ করেন, "জাতীয় দলে এবং ড্রেসিংরুমে তাকে (মেসি) সতীর্থ হিসেবে পাওয়া ও মুহূর্তগুলো ভাগাভাগি করতে পছন্দ করি। আমরা একসঙ্গে কিছু স্মরণীয় স্মৃতি তৈরি করেছি। আমি মনে করি তিনি অবশ্যই বিশ্বকাপ খেলতে যাচ্ছেন।"

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও মেসির সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন, তবে দলের ভেতর থেকে আসা এই আশাবাদ নিঃসন্দেহে ভক্তদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে। আর্জেন্টিনা ইতোমধ্যেই লাতিন আমেরিকার বাছাইপর্ব থেকে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। এই মেগা প্রতিযোগিতায় মেসি দেশের প্রতিনিধিত্ব করবেন বলে রোমেরো দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত