ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
হাসিনা শাসনের কালো অধ্যায় নিয়ে ট্রাইব্যুনালে নাহিদ
নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার দুপুরে তিনি ট্রাইব্যুনালে উপস্থিত থাকলেও মামলার ৪৬তম সাক্ষী মাহমুদুর রহমানের জেরা চলমান থাকায় নাহিদের সাক্ষ্যগ্রহণ স্থগিত রাখা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী, জেরা শেষ হলে বুধবার (১৭ সেপ্টেম্বর) তার সাক্ষ্যগ্রহণ হতে পারে।
এই মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ইতোমধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিয়েছেন। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় চার ঘণ্টা ধরে তিনি তার সাক্ষ্যে সাবেক সরকারকে একটি পরিকল্পিত ফ্যাসিবাদী শাসনব্যবস্থা হিসেবে চিত্রায়িত করেন। এরপর মঙ্গলবার দুপুরে তার সাক্ষ্যের ভিত্তিতে জেরা পর্ব শুরু হয়, যা পরিচালনা করছেন শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।
মাহমুদুর রহমান তার বক্তব্যে উল্লেখ করেন, ২০০৮ সালের জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর প্রত্যক্ষ হস্তক্ষেপে একটি প্রভাবিত নির্বাচন আয়োজনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসেন। এরপর থেকে দেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্য পূরণে ব্যবহার করা হয়। তিনি উল্লেখ করেন, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, বিচার বিভাগ দলীয়করণ, নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ, ঘুম খুনের সংস্কৃতি ও জঙ্গি নাটকের মতো একাধিক ঘটনার মাধ্যমে রাষ্ট্রীয় দমননীতি প্রতিষ্ঠা পায়।
তার সাক্ষ্যে বিচার বিভাগ, নির্বাচন কমিশন, পুলিশ ও গোয়েন্দা সংস্থার বেশ কিছু সাবেক ও বর্তমান কর্মকর্তার নাম উঠে আসে—যারা মাহমুদুর রহমানের দাবি অনুযায়ী, শাসকগোষ্ঠীর ফ্যাসিস্ট শাসন কায়েমে ভূমিকা রেখেছেন।তিনি বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড এবং ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানকে ওই দমনমূলক শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেন। তার মতে, এই আন্দোলনের মধ্য দিয়েই দেশের জনগণ একটি ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটাতে সক্ষম হয়।
মাহমুদুর রহমানের এ বিস্তৃত ও গুরুত্বপূর্ণ সাক্ষ্যকে কেন্দ্র করে মামলাটি নতুন মাত্রা পেয়েছে। নাহিদ ইসলামসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর মামলার যুক্তিতর্ক (argument) পর্ব শুরু হবে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট আইনজীবীরা।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- হরলিকসের জোয়ারে ইউনিলিভারের মুনাফায় দুর্দান্ত প্রত্যাবর্তন
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল