ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
অনুদানবিহীন মাদরাসা এমপিওভুক্তির আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক: যাচাই-বাছাই সম্পন্ন হওয়া এক হাজার ৯০টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার এমপিও তালিকা দ্রুত গেজেট আকারে প্রকাশ এবং অনুদানবিহীন সব ইবতেদায়ী মাদরাসাকে এমপিওভুক্ত করার দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি তোলে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী এবং সঞ্চালনা করেন মহাসচিব মো. রেজাউল হক।
বক্তারা বলেন, ১৯৭৮ সালের অধ্যাদেশের ২নং ধারা অনুযায়ী ১৯৮৪ সালে এসব মাদরাসা বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশন পায়। তারপর থেকে জাতীয় শিক্ষাক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাথমিক স্তরের মতো শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানগুলো। একসময় শিক্ষার্থীরা উপবৃত্তি ও ফিডিং সুবিধা পেলেও ২০২২ সাল থেকে হঠাৎ তা বন্ধ হয়ে যায়।
তাদের অভিযোগ, ১৯৯৪ সালে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ভাতার সঙ্গে ইবতেদায়ি শিক্ষকদের ভাতা দেওয়া হলেও জাতীয়করণের পর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বেতন-ভাতা পেলেও ইবতেদায়ী শিক্ষকরা এখনও বঞ্চিত। এতে তারা মানবেতর জীবনযাপন করছেন।
মহাসচিব মো. রেজাউল হক জানান, চলমান বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে এ বছরের জানুয়ারিতে মাদরাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব ধাপে ধাপে সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সাত মাস পার হলেও অনুদানপ্রাপ্ত ১,৫১৯টি প্রতিষ্ঠানের মধ্য থেকে মাত্র ১,০৯০টির যাচাই-বাছাই শেষ করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হলেও এখনও প্রজ্ঞাপন প্রকাশ হয়নি। এ কারণে শিক্ষকরা হতাশ হয়ে ১৪ সেপ্টেম্বর থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন।
তিনি আরও অভিযোগ করেন, আন্দোলন চলাকালে গতকাল পাঁচজন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ এবং অনেককে হয়রানি করা হয়েছে। সংগঠন এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানায়।
সংবাদ সম্মেলনে তিন দফা দাবি তুলে ধরা হয়—১. যাচাই হওয়া ১,০৯০টি মাদরাসার এমপিও তালিকা গেজেট আকারে প্রকাশ।২. অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাকে এমপিওভুক্ত করতে গণবিজ্ঞপ্তি জারি।৩. অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের মতো অনুদানবিহীন শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি পুনরায় চালু।
এছাড়া নতুন কর্মসূচি ঘোষণা করে সংগঠন জানায়, আগামী ১২ অক্টোবর, রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে সারাদেশের শিক্ষকরা মানববন্ধন পালন করবেন। এরপর ধাপে ধাপে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত