ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

নতুন এআই শাড়ি ট্রেন্ড মাতাচ্ছে সোশ্যাল মিডিয়া, যেভাবে বানাবেন

২০২৫ সেপ্টেম্বর ১৬ ০৮:৩২:০৭

নতুন এআই শাড়ি ট্রেন্ড মাতাচ্ছে সোশ্যাল মিডিয়া, যেভাবে বানাবেন

লাইফস্টাল ডেস্ক: ইনস্টাগ্রাম আর ফেসবুক স্ক্রল করলেই এখন চোখে পড়ে শাড়ি পরা ছবির নতুন ট্রেন্ড। সম্প্রতি ভাইরাল হয়েছে ‘ন্যানো বানানা এআই শাড়ি’ ট্রেন্ড, যেখানে সাধারণ সেলফিই মুহূর্তের মধ্যে পরিণত হচ্ছে নব্বইয়ের দশকের বলিউড স্টাইলের ফিল্মি পোর্ট্রেটে।

এর আগে গুগলের এআই টুল জেমিনি ২.৫ ফ্ল্যাশ দিয়ে থ্রিডি ফিগারজাতীয় ছবি তৈরি করা যেত। এবার সেই প্রযুক্তি আরও উন্নত হয়ে এসেছে, যা ব্যবহারকারীদের জন্য এ অভিজ্ঞতাকে আরও সহজ করেছে।

কীভাবে তৈরি করবেন এআই শাড়ি ছবি

ধাপ ১: প্রথমে নিজের গুগল অ্যাকাউন্টে লগইন করুন। তারপর জেমিনি বা চ্যাটজিপিটি ব্যবহার করে ছবি সম্পাদনার জন্য প্রবেশ করুন।

ধাপ ২: জেমিনিতে ঢুকে “ছবি সম্পাদনার চেষ্টা করুন” অপশনে ক্লিক করুন। সেখানে দেখা যাবে একটি বানানা আইকন।

ধাপ ৩: এবার নিজের একটি সেলফি বা পরিষ্কারভাবে মুখ দেখা যায় এমন ছবি আপলোড করুন।

ধাপ ৪: সঠিক প্রম্পট ব্যবহার করুন। যেমন—“নব্বইয়ের দশকের বলিউড স্টাইলে শাড়ি পরা মেয়ে, ফ্লোরাল ডিজাইনের শাড়ি, পড়ন্ত আলোয় ফিল্মি পোর্ট্রেট, নস্টালজিক ব্যাকগ্রাউন্ড, হাস্যোজ্জ্বল মুখভঙ্গি, রেট্রো ফিল্টার।”

ধাপ ৫: ছবি ও প্রম্পট সঠিক হলে মুহূর্তেই তৈরি হয়ে যাবে রেট্রো-স্টাইলের শাড়ি পরা পোর্ট্রেট।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত