ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
নুরের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর-সহ নেতাকর্মীদের উপর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বর্বরোচিত হামলায় জড়িতদের বিচারের দাবিতে মশাল মিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল শুরু করে পল্টন মোড় ঘুরে কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, সরকার ভিপি নুরুল হক নুরের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা বলেও কার্যকর কোন উদ্যোগ নেয়নি।বরং সরকার গড়িমসি করে একপ্রকারের প্রতারণা করেছে। যারা হামলাকারী তারা এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাহিরে। সরকারের এই প্রতারণামূলক আচরের জন্য আমরা ড. মোহাম্মদ ইউনুসের দেওয়া ঘোষণা প্রত্যাখ্যান করেছি।আমরা দলীয় ও পারিবারিকভাবেই ভিপি নুরুল হক নুরকে বিদেশে নিয়ে চিকিৎসা করাবো। ইতোমধ্যে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে, সরকার এই সময়ের মধ্যে দৃশ্যমান একশন না নিলে আমরা সামনে কঠোর কর্মসূচিতে নামবো। সেই কঠোর কর্মসূচি কেমন হবে আপনারা সময়মতো টের পাবেন।
যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন বলেন,"বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন বলেন, নুরুলহক নুর জুলাই গণঅভ্যুত্থানের জীবন্ত কিংবদন্তি, মহানায়ক। নুর হলো একটা প্রতিষ্ঠান একটা ইতিহাস। নুরুলহক নুরের উপর হামলার বিচার না হওয়া মানে সরাসরি জুলাই গণঅভ্যুত্থানের রক্তের বেঈমানী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে যখন আওয়ামী লীগ সরকার মামলা করে হয়রানি করে, গণঅধিকার পরিষদ তখন রাজপথে ড. ইউনুসের পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলো, ড. আসিফ নজরুলের ডিপার্টমেন্ট যখন ছাত্রলীগ তালা ঝুলিয়ে দিয়েছিলো, তখন নুরুলহক নুরে নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে তালা ভেঙে ছিলো, উপদেষ্টা আদিলুর রহমানকে হাসিনা সরকার জেলে নিয়ে গিয়েছিলো,তার মুক্তির জন্য লাগাতার কর্মসূচি পালন করেছে ছাত্র ও যুব অধিকার পরিষদ। অথচ নুরুলহক নুর যখন হামলার শিকার হলো,তখন তার বিচার করে না অন্তর্বর্তীকালীন সরকার।১৮ দিন পাড় হয়ে গেলে বিচার না হওয়াতে বিস্ময় প্রকাশ করে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন এতো অকৃতজ্ঞ হয়েন না। নুরের উপর হামলা বিচার অবশ্যই করতে হবে।
বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, যুব অধিকার পরিষদের,অর্থ সম্পাদক মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক সবুজ সেরনিয়াবাত,মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হোসাইন নুর,মহানগর দক্ষিণের সাবেক সভাপতি হিরণ শেখ,মহানগর দক্ষিণ গণঅধিকার পরিষদের সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- হরলিকসের জোয়ারে ইউনিলিভারের মুনাফায় দুর্দান্ত প্রত্যাবর্তন
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল