ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
                                    নিজস্ব প্রতিবেদক : গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, বিএনপি নেতা ও গণঅধিকার কর্মী নুরুল হক নুরের ওপর হামলাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে আইনের আওতায় না আনা হলে তারা যমুনা ও সচিবালয় ঘেরাও কর্মসূচি চালাবে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেলে নুরের শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি।
রাশেদ খানের বক্তব্য, “যারা নুরের ওপর হামলা করেছে, তাদের গ্রেপ্তার না করলে আমরা আইনগতভাবে এবং গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জোরালো পদক্ষেপ নেব। হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত।”
তিনি অভিযোগ করেন, “এতদিন পার হলেও স্পষ্ট সিসিটিভি ফুটেজ ও ভিডিও থাকা সত্ত্বেও হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি। আমরা সন্দিহান যে, তারা আসলেই গ্রেপ্তার হবে কি না। যদিও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আমাদের কাছে এখনো কেউ তদন্ত করতে আসেনি।”রাশেদ আরও বলেন, “সরকার ঘোষণার পরও নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়নি বরং তালবাহানা করা হচ্ছে। এটি ন্যায়বিচারের প্রতি সরকারের অঙ্গীকারে প্রশ্ন তোলে।”
নুরুল হক নুর সম্প্রতি রাজনৈতিকভাবে সক্রিয় থাকার কারণে বিভিন্ন বিক্ষোভ ও সমাবেশে অংশ নিয়েছেন। গত কয়েক দিনে তিনি শারীরিকভাবে আক্রান্ত হন। এই হামলার পরই তাঁর পরিবার ও সমর্থকরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
গণঅধিকার পরিষদ এবং বিভিন্ন নাগরিক সামাজিক সংগঠন এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা জানিয়েছে, হামলাকারীদের গ্রেপ্তারের ক্ষেত্রে সরকারের তৎপরতা দেখা যাচ্ছে না। রাশেদ খান উল্লেখ করেছেন, নুরের স্বাস্থ্য পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে, ফলে ত্বরিত চিকিৎসা নিশ্চিত করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে।
এই ঘটনার কারণে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে। বিরোধী দলগুলো সরকারের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছে। সেসঙ্গে, জনগণের মধ্যে ন্যায়বিচার ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বাড়ছে। ঘেরাও কর্মসূচির হুমকির কারণে আগামী ৪৮ ঘণ্টা দেশের রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ সময় হয়ে দাঁড়াতে পারে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
 - আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
 - ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
 - ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
 - আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
 - মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
 - দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে