ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২
নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর কী হচ্ছে নেপালে?
.jpg)
আন্তর্জাতিক ডেস্ক: জেন-জি বিক্ষোভে উত্তাল নেপালে রাজনৈতিক পালাবদলের পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন সুশীলা কার্কি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তাকে অভিনন্দন জানিয়েছেন।
শুক্রবার রাতে শপথ গ্রহণের পর শনিবার (১৩ সেপ্টেম্বর) থেকেই সুশীলা কার্কি তার দায়িত্বভার তুলে নিয়েছেন।
দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই প্রধানমন্ত্রী আহতদের সঙ্গে দেখা করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং প্রশাসনিক বিষয়ে নজর দিয়েছেন। তার নিয়োগের পরপরই দেশের বেশিরভাগ অংশে আরোপিত কারফিউ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে, যদিও কাঠমান্ডুর কিছু জায়গায় সমাবেশ ও বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
বিক্ষোভের কারণে গত পাঁচ দিন ধরে বন্ধ থাকার পর কাঠমান্ডুতে গণপরিবহন শনিবার থেকে পুনরায় চালু হয়েছে। অগ্নিসংযোগের পরও বেঁচে যাওয়া সামগ্রী উদ্ধার করে প্রধানমন্ত্রীর কার্যালয় ও অন্যান্য দপ্তর প্রস্তুতির কাজ শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, খুব দ্রুত একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে।
প্রধানমন্ত্রী সুশীলা কার্কি শনিবার সকালে ন্যাশনাল ট্রমা সেন্টার এবং সিভিল সার্ভিস হাসপাতালে গিয়ে বিক্ষোভের সময় আহতদের সঙ্গে দেখা করেছেন। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহতদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
এদিকে, বিক্ষোভের সময় অগ্নিসংযোগ ও ভাঙচুরের হাত থেকে রক্ষা পাওয়া সামগ্রী পুরোনো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নতুন অফিসে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। বিক্ষোভের সময় সিংহ দরবারে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের কার্যালয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সিংহ দরবারের উত্তর-পশ্চিম অংশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য নির্মিত নতুন ভবনে তার কার্যালয় প্রস্তুত করা হচ্ছে। সেনাবাহিনী ও সেখানে মোতায়েন কর্মীরা অগ্নিকাণ্ড থেকে বেঁচে যাওয়া আসবাবপত্র ও সরঞ্জামাদি নতুন কার্যালয়ে স্থানান্তরিত করেছেন। তবে এখনও ক্ষয়ক্ষতির চিহ্ন রয়ে গেছে এবং পুড়ে যাওয়া যানবাহন, কাগজপত্র এবং উপকরণ সরানোর কাজ চলছে।
বিক্ষোভের কারণে গত কয়েকদিন ধরে বন্ধ থাকার পর কাঠমান্ডুতে গণপরিবহন শনিবার থেকে আবার চালু হয়েছে। কাঠমান্ডু উপত্যকার ট্র্যাফিক পুলিশ অফিসের মুখপাত্র এবং পুলিশ সুপার (এসপি) দীপক গিরির বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রাষ্ট্রীয় সমাচার সমিতি জানিয়েছে, শনিবার সকাল থেকে পাবলিক বাস, ট্যাক্সি এবং অন্যান্য সরকারি যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। কাঠমান্ডু থেকে অন্যান্য জেলাগামী যানবাহনকে শনিবার সন্ধ্যা থেকে চলাচলের অনুমতি দেওয়া হবে।
নতুন প্রধানমন্ত্রী নিয়োগের পর দেশের বেশিরভাগ অংশে কারফিউ এবং নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার করা হলেও, কাঠমান্ডুর ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে সমাবেশ, অনশন, ধর্মঘট, অবস্থান, ঘেরাও, বিক্ষোভ ও সভা আপাতত নিষিদ্ধ থাকবে, যার মধ্যে সিংহ দরবার, সংসদ ভবন এবং প্রধানমন্ত্রীর বাসভবন অন্যতম।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল কমিশন অব জুরিস্টস, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব হিউম্যান রাইটস এবং হিউম্যান রাইটস ওয়াচসহ একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা নেপালের অন্তর্বর্তীকালীন সরকারকে আইনের শাসন ও আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলোর ওপর নজর দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান
- ২২৭ কোটি টাকায় টোটালগাজ কিনে নিল ওমেরা পেট্রোলিয়াম