ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২
এটিইউর নতুন প্রধান রেজাউল করিম
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম নতুন দায়িত্ব পেলেন এন্টি টেরোরিজম ইউনিটে (এটিইউ)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে তিনি ইউনিট প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল। তিনি জানান, দায়িত্ব নেয়ার পরপরই রেজাউল করিম এটিইউকে আরও আধুনিক, দক্ষ ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন।
মাহফুজুল আলম বলেন, ১৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে রেজাউল করিম ১৯৯৫ সালের ১৫ নভেম্বর সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বগুড়া, লালমনিরহাট, খাগড়াছড়ি, চাঁদপুর, রাজবাড়ী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, ঝিনাইদহসহ বিভিন্ন জেলায় দায়িত্ব পালনের পাশাপাশি কেএমপি, হাইওয়ে পুলিশ, সিআইডি, এসবি, পিটিসি নোয়াখালী, আরআরএফ ঢাকা, এটিইউ এবং সর্বশেষ সিলেট মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সততা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি পিপিএম পদক ও দুইবার আইজিপি ব্যাজ অর্জন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী রেজাউল করিম দেশ-বিদেশে বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া ও পূর্ব তিমুরে গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন তিনি।
দায়িত্ব নেয়ার পরদিন এটিইউ সদর দপ্তরে ফরাসি দূতাবাসের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন রেজাউল করিম। ফরাসি প্রতিনিধি দল সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে এটিইউর কৌশল ও কার্যক্রমের প্রশংসা করে সহযোগিতা জোরদারের আশ্বাস দেয়। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও গোয়েন্দা তথ্য বিনিময় অব্যাহত রাখার বিষয়ে একমত হয়।
এছাড়া একই দিনে যুক্তরাজ্যের কাউন্টার টেরোরিজম বিভাগের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন তিনি। সেখানে সন্ত্রাসবাদ দমনে অভিজ্ঞতা ও কৌশল বিনিময়ের পাশাপাশি দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি