ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচনে ভরাডুবি, এনসিপি নেতাদের হতাশা

২০২৫ সেপ্টেম্বর ১৩ ১৩:২৪:৪২

ডাকসু নির্বাচনে ভরাডুবি, এনসিপি নেতাদের হতাশা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থিত প্যানেলের ভরাডুবি কেন্দ্রীয় নেতাদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। শুক্রবার রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত এনসিপির নির্বাহী কাউন্সিলের সভায় এই হতাশা প্রকাশ করা হয়। নেতারা একইসঙ্গে ভুল শুধরে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

সভায় উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিভা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের অস্থায়ী প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মূলত জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি নিয়ে আলোচনা হয়। তবে ঘুরেফিরে ডাকসু নির্বাচনে দলের প্যানেলের পরাজয় আলোচনার প্রধান বিষয় হিসেবে উঠে আসে। নেতারা একে ‘গণঅভ্যুত্থানের পরে প্রথম নির্বাচনে ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করেন এবং কারণগুলো নিয়ে বিশ্লেষণ করেন।

সভা সূত্র জানায়, দুই-চার বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং গণপরিষদ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। নেতারা এ ঘটনার থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পদক্ষেপগুলো আরও শক্তিশালীভাবে গ্রহণের কথাও জানান।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত