ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ডিআইজি গ্রেপ্তার

২০২৫ সেপ্টেম্বর ১৩ ১৩:১৪:৫৩

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ডিআইজি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পুলিশের সাবেক ডিআইজি ও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

১৩ সেপ্টেম্বর রাতে রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ডিবির একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন।ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রাতে তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট তদন্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।”

সূত্র জানায়, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম ছমির উদ্দিনের বড় ছেলে ও স্থানীয় জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত তিনি।

মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্তের অংশ হিসেবে এই গ্রেপ্তারকে সংশ্লিষ্ট মহল গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত