ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২
কুমিল্লা-নোয়াখালী মহাসড় অবরোধ, অচল শহর
.jpg)
কুমিল্লার লাকসামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদের বদলির আদেশ বাতিলের দাবিতে বিক্ষুব্ধ ছাত্র ও স্থানীয় জনতা দফায় দফায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত ৭টা পর্যন্ত একাধিকবার সড়ক অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। এতে হাজারো যানবাহন আটকে পড়ে এবং যাত্রী, চালক, শ্রমিকসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
প্রথম দফায় বিকেল সাড়ে ৪টার দিকে লাকসাম বাইপাস চৌরাস্তায় ছাত্রজনতা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে। যানজটের তীব্রতায় ইউএনও কাউছার হামিদ নিজে ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে অবরোধ সাময়িকভাবে তুলে নেন।
তবে কিছুক্ষণের মধ্যে সন্ধ্যায় আবারও লাকসাম বাইপাস এলাকায় মহাসড়ক অবরোধ করেন ছাত্ররা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী এগিয়ে এলে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসে। কিন্তু পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করতে থাকে।
আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন— বদলির আদেশ প্রত্যাহারের বিষয়ে সুস্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এমনকি রাত থেকে রেললাইন বন্ধেরও হুমকি দেন তারা।
এসময় ঘটনাস্থলে ইউএনও কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা ও লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা উপস্থিত হয়ে ছাত্রদের অনুরোধ করলেও তারা তা প্রত্যাখ্যান করে।
এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) লাকসামের সর্বস্তরের মানুষ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেয়। কিন্তু রাতেই ইউএনও কাউছার হামিদের রিলিজ আদেশ জারি হলে আন্দোলন আরও বিস্তৃত হয়ে পড়ে।
টানা তিন দিন ধরে বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি চলছে লাকসামে। আন্দোলনকারীদের অভিযোগ, জনগণের স্বার্থে কাজ করায় একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে ইউএনওকে বদলির উদ্যোগ নিয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না, অবিলম্বে বদলির আদেশ বাতিল করতে হবে।”
এছাড়া সোশ্যাল মিডিয়াতেও হাজারো মানুষ ক্ষোভ প্রকাশ করে নানা পোস্ট দিতে থাকেন। দ্রুতই আন্দোলন ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে পুরো শহর কার্যত অচল করে দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- চার জেডের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান