ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

ডাকসু–জাকসু নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জামায়াত জয়ী : মুন্না

২০২৫ সেপ্টেম্বর ১২ ১৭:৩০:৫৮

ডাকসু–জাকসু নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জামায়াত জয়ী : মুন্না

নিজস্ব প্রতিবেদক :যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের অভিজ্ঞতা প্রমাণ করেছে, নির্বাচন প্রকৌশলের মাধ্যমে জামায়াত-শিবিরের কাছে শেখ হাসিনাকেও হার মানাতে হয়েছে। আপাতত তারা সফল হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মাঠে থাকবে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ শহরের বড়বাজার ব্রিজ এলাকায় নরসুন্দা নদী পরিস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

মুন্না অভিযোগ করেন, “উপাচার্য ও প্রক্টর জামায়াতপন্থী প্রভাব খাটিয়ে পুরো নির্বাচনকে কলুষিত করেছেন। তাদের ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ডাকসু নির্বাচন ছাত্রশিবিরের কারচুপিতে জয়লাভ করেছে। তবে অন্যান্য সব প্যানেল এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে।”

এ সময় যুবদলের উদ্যোগে নদীর মুখ ও দুই তীর থেকে জমে থাকা প্লাস্টিক, বোতলসহ বিভিন্ন বর্জ্য অপসারণ করা হয়। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং পরিবেশ রক্ষা ও সুস্থ নগর গড়তে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন।

নরসুন্দা ও জেলার পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা সংগঠন রূপান্তরের তারুণ্যের সদস্য সুপ্রতিক সরকার বলেন, “আমাদের স্বপ্নের নরসুন্দা নদী দিন দিন খালে পরিণত হচ্ছে। যুবদলের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। রাজনৈতিক দলগুলো যদি এমন কর্মপরিকল্পনা নিয়ে এগোতে থাকে, আগামীর পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

এই কার্যক্রমে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ জালাল খান মনন, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, সিনিয়র সহ-সভাপতি মুস্তাক আহমেদ শাহীন এবং অন্যান্য নেতৃবৃন্দ।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত