ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

প্রতি তিন স্নাতকের একজন বেকার: জরিপে উদ্বেগজনক চিত্র

২০২৫ সেপ্টেম্বর ১২ ১৪:২৯:৪৩

প্রতি তিন স্নাতকের একজন বেকার: জরিপে উদ্বেগজনক চিত্র

নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশে স্নাতক ডিগ্রিধারী তরুণদের প্রায় ২৯ শতাংশই বেকার। অর্থাৎ প্রতি তিনজন স্নাতকের একজন চাকরি পাচ্ছেন না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ শ্রমশক্তি জরিপে এই তথ্য উঠে এসেছে।

জরিপে বলা হয়েছে, দেশে মোট কর্মে নিয়োজিত জনসংখ্যা ৬৯.০৯ মিলিয়ন। এর মধ্যে সাক্ষর ৫৬.০৭ মিলিয়ন হলেও নিরক্ষর কর্মীর সংখ্যা প্রায় এক কোটি ৩০ লাখ। এই নিরক্ষর শ্রমশক্তি উৎপাদনশীল অর্থনীতির পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

জাতীয়ভাবে বেকারত্বের হার ৩.৬৬ শতাংশ হলেও সংখ্যার হিসাবে তা ২৬ লাখ ২৪ হাজার। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি বেকার ঢাকা বিভাগে—ছয় লাখ ৮৭ হাজার। এরপর চট্টগ্রামে পাঁচ লাখ ৮৪ হাজার, রাজশাহীতে তিন লাখ ৫৭ হাজার এবং খুলনায় তিন লাখ ৩১ হাজার। সবচেয়ে কম বেকার আছে ময়মনসিংহ বিভাগে—এক লাখ চার হাজার।

সবচেয়ে উদ্বেগজনক চিত্র হলো, ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মধ্যে ২০ লাখ বেকার, যা মোট বেকারের প্রায় ৭৬ শতাংশ। এর মধ্যে প্রায় ২৯ শতাংশই স্নাতক ডিগ্রিধারী। ফলে শিক্ষিত তরুণদের একটি বড় অংশ কর্মসংস্থান থেকে ছিটকে পড়ছে।

এছাড়া দেশে ছদ্ম বেকারত্বও ভয়াবহ আকার নিয়েছে। প্রায় এক কোটি মানুষ তাদের যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছেন না। ৮.৫৬ মিলিয়ন তরুণ বর্তমানে শিক্ষা, প্রশিক্ষণ বা কর্মসংস্থানের বাইরে (নিট), যার মধ্যে নারীর সংখ্যা প্রায় ৫.৭৯ মিলিয়ন।

শ্রমশক্তির কাঠামোগত দুর্বলতা, দক্ষতার ঘাটতি, করপোরেট নিয়ন্ত্রণ ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এ সংকট আরও তীব্র হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।বাংলাদেশের শ্রমবাজারে বেকারত্ব শুধু সংখ্যার বিষয় নয়, বরং বৈষম্য ও অনিশ্চয়তার বহুমুখী সংকেত দিচ্ছে—যা ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবসম্পদ নীতিকে প্রশ্নবিদ্ধ করছে।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত