ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২
লেনোভো চালু করল নতুন ট্যাব যুগ – ইয়োগা ও আইডিয়া

ডুয়া ডেস্ক: লেনোভো বাজারে এনেছে দুইটি নতুন ট্যাবলেট—ইয়োগা ট্যাব এবং আইডিয়া ট্যাব প্লাস, যা ব্যবহারকারীদের জন্য আধুনিক প্রযুক্তি, শক্তিশালী কর্মক্ষমতা এবং সুবিধাজনক বৈশিষ্ট্য নিয়ে এসেছে। উভয়ই প্রতিযোগিতামূলক দামে পাওয়া যাচ্ছে।
ইয়োগা ট্যাব-এর ডিসপ্লে ১১.১ ইঞ্চি এলসিডি, ৩২০০x২০০০ পিক্সেল রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ হার সমর্থন করে। ৮০০ নিট শীর্ষ উজ্জ্বলতার সঙ্গে এতে চারটি স্পিকার ও ডলবি অ্যাটমস রয়েছে। পুরো অ্যালুমিনিয়াম কাঠামো এবং ৮৮৬০ মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি দীর্ঘ সময়ের ব্যবহার নিশ্চিত করে।
প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন অষ্টম প্রজন্ম, ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। ক্যামেরা সিস্টেমে সামনের ১৩ মেগাপিক্সেল এবং পেছনের ১৩+২ মেগাপিক্সেল রয়েছে। এছাড়াও পারপ্লেক্সিটি প্রো কৃত্রিম বুদ্ধিমত্তা, দুই-ইন-এক কিবোর্ড প্যাক ও লেনোভো ট্যাব কলম ব্যবহারকারীর সুবিধা বাড়ায়। ট্যাবটির ওজন ৪৫৮ গ্রাম এবং এটি লুনা ধূসর ও শেল ধূসর রঙে পাওয়া যাবে। মূল্য ৫৪৯.৯৯ মার্কিন ডলার।
আইডিয়া ট্যাব প্লাস-এর ডিসপ্লে ১২.১ ইঞ্চি এলসিডি, ২৫৬০x১৬০০ পিক্সেল রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ হার। এতে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৪০০ চিপসেট, ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে। ব্যাটারি ক্ষমতা ১০২০০ মিলি-অ্যাম্পিয়ার এবং ৪৫ ওয়াট দ্রুত চার্জিং সমর্থন করে। ক্যামেরা সিস্টেমে পেছনের ১৩ মেগাপিক্সেল ও সামনের ৮ মেগাপিক্সেল। এছাড়াও লেনোভো ট্যাব কলম, ডলবি অ্যাটমস সাউন্ড এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বৈশিষ্ট্য আছে। রঙের বিকল্প লুনা ধূসর, মেঘ ধূসর ও শেল ধূসর। দাম ২৬৯.৯৯ মার্কিন ডলার এবং অক্টোবর থেকে বাজারে আসবে।
এই নতুন ট্যাবগুলো শিক্ষার্থী, পেশাজীবী ও দৈনন্দিন ব্যবহারকারীদের জন্য উপযুক্ত, কারণ এগুলো প্রিমিয়াম ডিসপ্লে, শক্তিশালী পারফরম্যান্স এবং দীর্ঘ ব্যাটারি সময়ের সঙ্গে আসে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- চার জেডের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান