ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
বিশ্বে হেপাটাইটিস সি রোগীর সংখ্যায় শীর্ষে পাকিস্তান

ডুয়া নিউজ : বিশ্বে এই মুহূর্তে একক দেশ হিসেবে হেপাটাইটিস সি রোগীর সংখ্যা সবচেয়ে বেশি পাকিস্তানে।
জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বব্যাপী হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৬ কোটি ছাড়িয়ে গেছে, যার মধ্যে ১ কোটি রোগী পাকিস্তানের।
ডন জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের স্বাস্থ্য উপদেষ্টা, ড. মালিক মুখতার আহমেদ, গত রোববার ইসলামাবাদে অনুষ্ঠিত এক সেমিনারে এ তথ্য জানান।
সেমিনারটি হেপাটাইটিস নির্মূল বিষয়ক পাকিস্তানি সংস্থা হেলথ ফাউন্ডেশন অন হেপাটাইটিস এলিমিনেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়।
ড. আহমেদ বলেন, “বিশ্বে হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি পাকিস্তানে। তাই পাকিস্তানকে এই রোগ নির্মূলের উদ্যোগে নেতৃত্ব দিতে হবে।”
তিনি সাফ জানিয়ে দেন যে, “আমাদের এখন থেকেই পদক্ষেপ নিতে হবে; যদি আমরা কিছু না করি, তাহলে ২০৩৫ সালের মধ্যে পাকিস্তানে হেপাটাইটিস সি রোগীর সংখ্যা ১ কোটি ১০ লাখে পৌঁছাবে।
এদের মধ্যে ৫ লাখের বেশি লিভার সিরোসিসে এবং ১ লাখেরও বেশি লিভার ক্যানসারে আক্রান্ত হবে, যার ফলে বছরে অন্তত ১ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হবে। এই রোগের কারণে আমাদের বছরে ২৮ কোটি ৫০ লাখ ডলারের ক্ষতি হচ্ছে।”
হেপাটাইটিস সি মূলত জন্ডিস ঘরানার ভাইরাস, যা মানবদেহে অধিকাংশ সময় উপসর্গ ছাড়াই প্রবেশ করে। কিছু ক্ষেত্রে সামান্য উপসর্গ দেখা যেতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রেই এগুলো এত অল্প হয় যে আক্রান্ত ব্যক্তি সেগুলোকে গুরুত্ব দেন না।
হেপাটাইটিস সি যকৃত (লিভার) এর ভিতর বসবাস করে এবং নীরবে বৃদ্ধির প্রক্রিয়া চালাতে থাকে, যার ফলে সিরোসিস, ক্যান্সার এবং লিভারের অকার্যকর হয়ে যাওয়ার মত মারাত্মক অসুস্থতা সৃষ্টি হয়।
পাকিস্তানে স্বাস্থ্যসেবা ব্যবস্থা দুর্বল হওয়ায় ২০২১ সালে মাত্র ১৬ শতাংশ রোগী চিকিৎসা সেবা গ্রহণ করতে সক্ষম হয়েছেন। তবে সরকারের পরিকল্পনা রয়েছে আগামী ৩ বছরের মধ্যে পাকিস্তান থেকে হেপাটাইটিস সি নির্মূল করার, এবং এ জন্য ৬ হাজার ৭৭৭ কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছে।
এর মধ্যে ৩ হাজার ৪১৫ কোটি রুপি কেন্দ্রীয় সরকার এবং ৩ হাজার ৩৬১ কোটি রুপি বিভিন্ন প্রাদেশিক সরকার দেবে। ইতোমধ্যে প্রকল্পের তদারকির জন্য ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ নামে একটি কমিটি গঠন করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ২৬ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা