ঢাকা, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

পুলিশের তদন্তে স্বচ্ছতা আনতে আসছে ‘ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস’

২০২৫ সেপ্টেম্বর ১১ ২০:৪৪:০৭

পুলিশের তদন্তে স্বচ্ছতা আনতে আসছে ‘ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস’

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, পুলিশের তদন্ত কার্যক্রমকে রাজনৈতিক বা অন্য কোনো প্রভাবমুক্ত রাখতে একটি 'ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস' দ্রুত তৈরির জন্য আইন ও বিচার মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সাথে পুলিশের 'ইন্টার্নাল কমপ্লেইন কমিশন' গঠনেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই নির্দেশনাগুলো দেওয়া হয়।

বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত