ঢাকা, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

অমিতাভ বচ্চন: ৮২ বছরেও সংগ্রামের বার্তা ভক্তদের জন্য

২০২৫ সেপ্টেম্বর ১০ ২১:৫৮:৫০

অমিতাভ বচ্চন: ৮২ বছরেও সংগ্রামের বার্তা ভক্তদের জন্য

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন আজও অমলিন জনপ্রিয়তায় রাজত্ব করছেন। ৮২ বছর বয়সেও তিনি রুপালি পর্দায় উপস্থিত থেকে নিজের কৌশল এবং অভিনয়ের জাদু দেখিয়ে যাচ্ছেন। তবে বিগবির আবেদন শুধু অভিনয়েই সীমাবদ্ধ নয় তিনি নিজের ব্যক্তিগত জীবন, সংগ্রাম ও চিন্তাভাবনা ভক্তদের সঙ্গে শেয়ার করতেই আগ্রহী।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্টে অমিতাভ বচ্চন তার জীবনের সংগ্রামী পথ নিয়ে কথা বলেছেন। পোস্টটি নিয়ে নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগে তিনি শারীরিক অবস্থার কথা উল্লেখ করে জানিয়েছিলেন, এখন তার জন্য এমন কিছু সাধারণ কাজও কঠিন হয়ে পড়েছে যা একসময় সহজ মনে হতো। চিকিৎসকরা তাকে এমন কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন, কারণ ভারসাম্য হারানোর ঝুঁকি রয়েছে।

অভিনেতা উল্লেখ করেছেন, জীবন বদলে গেছে এবং এটি মেনে নেওয়াই এখন প্রয়োজন। পোস্টে তিনি অকপটে বলেছেন যতক্ষণ জীবন আছে, ততক্ষণ লড়াই চালিয়ে যেতে হবে। এই বার্তায় জীবনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করার গুরুত্ব তুলে ধরেছেন তিনি।

অমিতাভের পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেক ভক্ত ভাবছেন, শাহেনশাহ কি ব্যক্তিগত কোনো সমস্যার মুখোমুখি? এক নেটিজেন মন্তব্য করেছেন যেখানে কোনো সংগ্রাম নেই, সেখানে কোনো এনার্জিও নেই। অন্য একজন লিখেছেন জীবন মানে চ্যালেঞ্জ গ্রহণ করা। প্রতিদিন নতুন করে চ্যালেঞ্জ নিলে জীবন আরও আকর্ষণীয় এবং অর্থপূর্ণ হয়ে ওঠে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত