ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২
ঢাবিতে উত্তেজনা: ভোট কারচুপির অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশ নিয়ে তারা স্লোগান দেন জামায়াত-শিবির রাজাকার, নির্বাচনে কারচুপি মানি না, মানব না, ভোট চোর ভোট চোর, জামায়াত-শিবির ভোট চোর, প্রশাসন ভোট চোর ইত্যাদি। এ ঘটনায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) উত্তেজনা দেখা দেয়। ছাত্রদলের দাবি ছিল, প্রার্থীদের সামনে ভোট গণনা করতে হবে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারা টিএসসি কেন্দ্রের বাইরে অবস্থান নেয়।
এর আগে টিএসসি কেন্দ্রে প্রবেশের চেষ্টা করতে গিয়ে আবিদুল ইসলাম শিক্ষকদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়ান। রিটার্নিং কর্মকর্তারা তাকে প্রবেশের অনুমতি না দিলে ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে স্লোগান দিতে থাকেন। তাদের অভিযোগ ভোটকেন্দ্রে শিবিরের কর্মীরা অবস্থান করছে। তাই ছাত্রদল ও সাংবাদিকদেরও সেখানে প্রবেশের সুযোগ দিতে হবে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ওই মুহূর্তে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব নয়।
অভিযোগ মানতে নারাজ আবিদ ও তার সমর্থকেরা। তারা শিক্ষক নাসিমা বেগমকে ভোট চুরির ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগ তোলেন। এ সময় রিটার্নিং কর্মকর্তাদের শিবিরের দালাল ও রাজাকার বলে স্লোগান দেয় ছাত্রদল। ফটকের ভেতরে শিক্ষকরা আর বাইরে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অবস্থান নেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, এই কেন্দ্রে শিবিরের পক্ষ নিয়ে ভোট কারচুপি হয়েছে। শুধু ছাত্রদল নয়, অন্যান্য প্যানেলের প্রার্থীরাও ভোট গণনা প্রত্যক্ষ করতে চান। কিন্তু প্রশাসন আমাদের কথা শুনছে না, উল্টো আমাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে। প্রবেশের অনুমতি না পাওয়া পর্যন্ত আমরা সরব না।
উল্লেখ্য, প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত হয় ডাকসু ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- আগামীকাল IPL নিলাম ২০২৬ : যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত