ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

বিশ্বের দ্রুততম ৫টি ট্রেন: প্রযুক্তি আর গতির বিস্ময়

২০২৫ সেপ্টেম্বর ০৯ ১৫:১৭:২৬

বিশ্বের দ্রুততম ৫টি ট্রেন: প্রযুক্তি আর গতির বিস্ময়

বিশ্বজুড়ে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে দ্রুতগতির ট্রেন পরিবহন খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এসব ট্রেন কেবল গতি নয়, শক্তি, নিরাপত্তা আর আধুনিক সেবার কারণে যাত্রীদের কাছে বিশেষ জনপ্রিয়। আসুন জেনে নিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দ্রুতগামী ৫টি ট্রেন সম্পর্কে—

১) শাংহাই ম্যাগলেভ (চীন)

বর্তমানে বিশ্বের দ্রুততম ট্রেন শাংহাই ম্যাগলেভ। চুম্বকীয় লেভিটেশন প্রযুক্তিতে চালিত এই ট্রেন ঘন্টায় সর্বোচ্চ ৪৩১ কিমি বেগে ছুটে চলে। ২০০৪ সালে চালু হওয়া এ ট্রেন মাত্র ৭ মিনিটে ৩০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে।

২) ফুক্সিং হাও CR400AF/BF (চীন)

চীনের আরেক কীর্তি ফুক্সিং হাও। এর সর্বোচ্চ গতি ৪০০ কিমি/ঘণ্টা এবং এটি বর্তমানে বিশ্বের দ্রুততম প্রচলিত (হুইল-অন-রেল) ট্রেন হিসেবে স্বীকৃত। দীর্ঘ যাত্রায় আরামদায়ক অভিজ্ঞতা এবং অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থা এর মূল বৈশিষ্ট্য।

৩) লোস এভিই (স্পেন)

স্পেনের এই হাই-স্পিড ট্রেন সর্বোচ্চ ৩৫০ কিমি/ঘণ্টা গতিতে ছুটতে সক্ষম। এটি ইউরোপের অন্যতম আরামদায়ক ট্রেন সেবা হিসেবে পরিচিত। আধুনিক ডিজাইন, সময়নিষ্ঠতা ও যাত্রীবান্ধব সেবার কারণে ইউরোপীয় ভ্রমণকারীদের কাছে বিশেষ জনপ্রিয়।

৪) ইতালো এনটিভি (ইতালি)

ইতালির এই বেসরকারি হাই-স্পিড ট্রেন চলতে পারে সর্বোচ্চ ৩৬০ কিমি/ঘণ্টা বেগে। যাত্রীদের জন্য এতে রয়েছে Wi-Fi, সিনেমা সিস্টেম এবং প্রশস্ত আসনের সুবিধা। ইউরোপীয় বিলাসবহুল ট্রেন ভ্রমণের এক অনন্য অভিজ্ঞতা দেয় ইতালো।

৫) শিনকানসেন E5 (জাপান)

জাপানের বিখ্যাত শিনকানসেন ট্রেন সিরিজের অন্যতম শক্তিশালী মডেল E5। সর্বোচ্চ গতি ৩২০ কিমি/ঘণ্টা হলেও মসৃণ যাত্রা, নিখুঁত সময়ানুবর্তিতা ও অত্যাধুনিক প্রযুক্তির কারণে এটি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত