ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার যান চলাচল বন্ধ

২০২৫ সেপ্টেম্বর ০৯ ১০:১৩:৪৩

দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ভাঙ্গা উপজেলায় আবারও সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানীয়রা মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টা থেকে প্রতিবাদ জানাচ্ছেন।

অবরোধের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের নওয়াপাড়া ও হামিরদী বাসস্ট্যান্ড, হামিরদী ইউনিয়নের পুকুরিয়া বাসস্ট্যান্ড এবং ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও আলগীর সুয়াদী এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভাঙ্গা হয়ে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ স্থবির হয়ে পড়েছে।

অবরোধকারীরা বলেন, “ভাঙ্গাকে ভাগ করা যাবে না। আমরা ভাঙ্গার মানুষ, ভাঙ্গাতেই থাকতে চাই। নগরকান্দার সঙ্গে যুক্ত করা কোনোভাবেই মেনে নেব না।”

স্থানীয়রা জানান, পূর্বে ফরিদপুর-৪ আসনটি ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ছিল। ফরিদপুর-২ আসন ছিল নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে। তবে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী জেলার দুটি আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়। এর ফলে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত হয়।

অবরোধ চলাকালীন ভাঙ্গা থানার পুলিশ ও হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে বিপুল সংখ্যক অবরোধকারীর কারণে যান চলাচল প্রায় সম্পূর্ণ বন্ধ থাকে। মহাসড়কের দুই পাশে শত শত যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহন আটকা পড়ে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, “আমরা মহাসড়ক ক্লিয়ার করার চেষ্টা করছি। অবরোধকারীদের বুঝিয়েও কাজ হচ্ছে না। তবে জরুরি যানবাহন চলাচলের জন্য ছাড় দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

সীমানা পুনর্বিন্যাসের এই সিদ্ধান্তের প্রতিবাদে গত ৫ সেপ্টেম্বরও ভাঙ্গায় দুই দফা সড়ক অবরোধ হয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে তখন অবরোধ তুলে নেওয়া হয়। তবে কোন ফল না হওয়ায় দুই ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

৭ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার ও সচিবকে বিবাদী করে পাঠানো নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে প্রজ্ঞাপন বাতিল না করলে হাইকোর্টে রিট আবেদন করার কথা বলা হয়েছে। তবে আগারগাঁওয়ে নির্বাচনী ভবনে সাংবাদিকদের কাছে কমিশন জানায়, প্রকাশিত সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত এবং আইন অনুযায়ী কোনো আদালত বা কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “বিক্ষোভ-আন্দোলন করেও কোনো লাভ হবে না।”

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত