ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

বিএনপিতে লুটপাট-দুর্নীতির সুযোগ নেই: শামসুজ্জামান দুদু

২০২৫ সেপ্টেম্বর ০৮ ১৯:৫০:৫৪

বিএনপিতে লুটপাট-দুর্নীতির সুযোগ নেই: শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি একটি স্বচ্ছ দল—এখানে লুটপাট বা দুর্নীতির কোনো সুযোগ নেই। জনগণ সবসময় বিএনপির পাশে থেকেছে এবং নির্বাচন হলে বিএনপি জয়ী হয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।

সোমবার (০৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সম্পদ লুট করেছেন, গণহত্যা করেছেন, অথচ এখনো ক্ষমা চাননি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভারতে পালালেও শেখ হাসিনা রক্ষা পাবেন না। গলায় গামছা দিয়ে তাকে দেশে ফিরিয়ে আনা হবে।”

তিনি আরও বলেন, জনগণের আদালতে আওয়ামী লীগ সরকারের বিচার হবে। “এই সরকারের বিচার এখন শুরু হয়েছে, তবে প্রকৃত বিচার করবে আগামী সরকার,” যোগ করেন দুদু।

দুদু অভিযোগ করে বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন ছিল দিনের ভোট রাতে করার উদাহরণ। একইসঙ্গে তিনি ১৯৭২ থেকে ১৯৭৫ সালকে দেশের ‘কালো সময়’ বলে উল্লেখ করেন। তার অভিযোগ, সে সময় রক্ষীবাহিনীর হাতে নির্বিচারে মানুষ হত্যা হয়েছিল, দুর্ভিক্ষে লাখো মানুষ মারা যায়। তিনি দাবি করেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান, শেখ মুজিব নন।

বিএনপি জনগণের দল দাবি করে দুদু বলেন, বেগম খালেদা জিয়া কখনো মানুষ হত্যা করে ক্ষমতায় আসেননি, সবসময় জনগণের ভোটে ক্ষমতায় এসেছেন। আগামীতেও বিএনপি ভোটের মাধ্যমেই সরকার গঠন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্মেলনের উদ্বোধন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুর করিম। আরও বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনে কাউন্সিলরদের ভোটে নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন পয়গাম আলী। সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আগেই মির্জা ফয়সল আমিনকে সভাপতি ঘোষণা করা হয়।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত