ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

দুর্গাপূজার আগে বাংলাদেশি ইলিশ ভারতে

২০২৫ সেপ্টেম্বর ০৮ ১৭:৫৩:৩৪

দুর্গাপূজার আগে বাংলাদেশি ইলিশ ভারতে

নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশে ছয় বছর ধরে দুর্গাপূজার আগে ভারতে ইলিশ মাছ রপ্তানি করা হয়ে আসছে। এবারও এই উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হবে দুর্গাপূজা, তার আগে ভারতের বাজারে যাবে বাংলাদেশের ইলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর প্রকাশিত জাতীয় রপ্তানি নীতিতে (২০১৫-১৮) ইলিশ মাছ শর্তসাপেক্ষে রপ্তানিযোগ্য পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তী রপ্তানি নীতিতেও তা একইভাবে রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগ্রহী রপ্তানিকারকরা আগামী ১১ সেপ্টেম্বর অফিস চলাকালীন সময়ের মধ্যে হার্ড কপিতে আবেদন জমা দিতে পারবেন।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত