ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

‘আসন্ন নির্বাচনে দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী’

২০২৫ সেপ্টেম্বর ০৮ ১৭:১৫:৫৩

‘আসন্ন নির্বাচনে দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা এখনো তাদের হাতে আসেনি। সেনা সদর আশাবাদী, শিগগিরই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, নির্বাচন বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো নোটিশ পাওয়া যায়নি। তবে সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত এবং কমিশনের নির্দেশনা পাওয়া মাত্র সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন এবং ব্যালট ছিনতাই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনা হচ্ছে, তাতে সেনাবাহিনী কোনোভাবে যুক্ত নয়। তিনি আরও বলেন, যা-ই হোক, এই নির্বাচন গণতন্ত্রের চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেনাবাহিনী অভিযোগ করেছেন যে, কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তা সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। কর্নেল শফিকুল বলেন, তাদের উদ্দেশ্য পরিষ্কার। সাধারণ মানুষ এসব প্রোপাগান্ডা বিশ্বাস করে না। সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

গত ৫ আগস্ট হারানো অস্ত্র উদ্ধার সংক্রান্ত বিষয়ে তিনি জানান, ইতিমধ্যে ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার করা হয়েছে, বাকিগুলোও দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা সম্ভব।

দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে তিনি বলেন, এটি কেবল সেনাবাহিনীর দায়িত্ব নয়। সবাইকে একযোগে কাজ করতে হবে। কোথাও কোথাও সমন্বয়ের অভাব থাকায় কিছুটা দেরি হয়। তবে সেনাবাহিনী মাঠে নামলেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ বিষয়ে কর্নেল শফিকুল বলেন, কখনও কখনও সোর্স থেকে তথ্য পাওয়ার সময় লাগে, তাই ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। তবে সেনাবাহিনীর উপস্থিতিতে কখনও মবকে নিয়ন্ত্রণ হারাতে দেওয়া হয়নি। রাজবাড়ীতে কবর থেকে লাশ উত্তোলনের ঘটনায় সেনাবাহিনী দেরিতে পৌঁছানোর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, পরবর্তীতে সেনাবাহিনী উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান সম্পর্কে কর্নেল শফিকুল বলেন, মুক্তিযোদ্ধারাই এই দেশের জন্য নিজস্ব প্রাণ দিয়েছেন। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান সর্বদা অটুট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত