ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

বিশ্বের শক্তিশালী ৫টি যুদ্ধবিমান: কার হাতে আকাশের আধিপত্য?

২০২৫ সেপ্টেম্বর ০৭ ১৯:২১:৪৭

বিশ্বের শক্তিশালী ৫টি যুদ্ধবিমান: কার হাতে আকাশের আধিপত্য?

আধুনিক যুদ্ধের সমীকরণ পাল্টে দিচ্ছে আকাশপথের আধিপত্য। বিশ্বের সামরিক শক্তিধর দেশগুলো নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে তৈরি করছে অত্যাধুনিক যুদ্ধবিমান। গতি, স্টেলথ প্রযুক্তি, আকাশে আকাশে যুদ্ধক্ষমতা এবং বহুমুখী অস্ত্র ব্যবহারের সক্ষমতার কারণে এ বিমানগুলোকে বলা হয় আকাশের রাজা।

চলুন জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে শক্তিশালী ৫টি যুদ্ধবিমান সম্পর্কে—

১) F-35 লাইটনিং II (যুক্তরাষ্ট্র)

লকহিড মার্টিন নির্মিত এ স্টেলথ ফাইটারকে বর্তমানে বিশ্বের সবচেয়ে উন্নত মাল্টিরোল যুদ্ধবিমান বলা হয়।

বিশেষত্ব: রাডারে ধরা না পড়ার ক্ষমতা (Stealth), সুপারসনিক গতি, উন্নত সেন্সর ফিউশন।

ক্ষমতা: আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে স্থলে আক্রমণে সমান দক্ষ।

ব্যবহারকারী দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপানসহ এক ডজনের বেশি মিত্র দেশ।

২) সুখোই Su-57 (রাশিয়া)

রাশিয়ার তৈরি ৫ম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট।

বিশেষত্ব: সুপারক্রুজ ক্ষমতা, উন্নত ম্যানুভারেবিলিটি ও অতি আধুনিক এভিওনিক্স।

ক্ষমতা: আকাশে ডগফাইটে অতুলনীয়, একই সঙ্গে স্থল ও নৌ টার্গেটে হামলার সক্ষমতা।

ব্যবহারকারী দেশ: মূলত রাশিয়া, ভবিষ্যতে রপ্তানির পরিকল্পনা রয়েছে।

৩) চেংদু J-20 (চীন)

চীনের গর্ব, ৫ম প্রজন্মের এই স্টেলথ ফাইটার মার্কিন এফ-৩৫–এর জবাব হিসেবেই তৈরি।

বিশেষত্ব: রাডারে অদৃশ্য হওয়ার ক্ষমতা, দীর্ঘ পাল্লার যুদ্ধ ক্ষমতা।

ক্ষমতা: শত্রুপক্ষের গভীরে প্রবেশ করে আক্রমণ পরিচালনায় সক্ষম।

ব্যবহারকারী দেশ: চীন (পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স)।

৪) Dassault Rafale (ফ্রান্স)

ফরাসি কোম্পানি Dassault Aviation নির্মিত বহুমুখী যুদ্ধবিমান।

বিশেষত্ব: একই সঙ্গে আকাশযুদ্ধ, স্থল আক্রমণ ও পারমাণবিক অস্ত্র বহন করার ক্ষমতা।

ক্ষমতা: অত্যন্ত নির্ভরযোগ্য ও নমনীয় “omnirole” যুদ্ধবিমান নামে পরিচিত।

ব্যবহারকারী দেশ: ফ্রান্স, ভারত, কাতার, মিসরসহ একাধিক দেশ।

৫) Eurofighter Typhoon (ইউরোপীয় ইউনিয়ন)

ইউরোপের যৌথ উদ্যোগে নির্মিত আধুনিক যুদ্ধবিমান।

বিশেষত্ব: উচ্চ গতি, চটপটে নিয়ন্ত্রণ এবং উন্নত এভিওনিক্স।

ক্ষমতা: আকাশে আকাশে যুদ্ধের ক্ষেত্রে বিশ্বের অন্যতম সেরা, বহন করতে পারে বিভিন্ন ধরনের আধুনিক মিসাইল।

ব্যবহারকারী দেশ: যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, স্পেনসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ।

বিশেষজ্ঞদের মতে, F-35, Su-57 ও J-20 ভবিষ্যতের যুদ্ধের প্রধান নিয়ন্ত্রক হয়ে উঠবে। অন্যদিকে Rafale ও Eurofighter Typhoon এখনো বিশ্বজুড়ে সবচেয়ে ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী যুদ্ধবিমান হিসেবে ব্যবহার হচ্ছে। আধুনিক প্রযুক্তি, স্টেলথ ডিজাইন এবং বহুমুখী সক্ষমতার কারণে এগুলো শুধু প্রতিরক্ষা নয়, বরং সামরিক কূটনীতিতেও বড় ভূমিকা রাখছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত