ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

বদরুদ্দীন উমরের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

২০২৫ সেপ্টেম্বর ০৭ ১২:১৯:২৫

বদরুদ্দীন উমরের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের প্রগতিশীল চিন্তাধারার অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনীতিক ও লেখক বদরুদ্দীন উমর ইন্তেকাল করেছেন। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম গণমাধ্যমকে জানান, অসুস্থ অবস্থায় তাকে বাসা থেকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, “বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”

বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক শোকবার্তায় তিনি লিখেছেন, “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের প্রগতিশীল চিন্তার ধারক-বাহক, লেখক ও চিন্তাবিদ বদরুদ্দীন উমরের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তাঁর অবদান জাতি দীর্ঘদিন স্মরণে রাখবে। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।”

বদরুদ্দীন উমরের কর্মজীবন শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে। পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। রাজনীতি ও সামাজিক আন্দোলনে সক্রিয় এই চিন্তাবিদ বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এক সময় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন তিনি। ২০০৩ সালে জাতীয় মুক্তি কাউন্সিল প্রতিষ্ঠা করে তিনি এর সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত