ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

“মহানবীকে অনুসরণ না করাই মুসলিম সমাজের বড় ব্যর্থতা”

২০২৫ সেপ্টেম্বর ০৬ ১২:২৮:১৭

“মহানবীকে অনুসরণ না করাই মুসলিম সমাজের বড় ব্যর্থতা”

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আজকের সমাজে বিভাজন বাড়ছে, মানুষ একে অপরের কবর ভাঙছে, এমনকি লাশও পোড়ানো হচ্ছে— যা রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা নয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “আমরা যাকে গণতন্ত্রের চেতনা, রাষ্ট্রীয় চেতনা বলি, সেই মহানবী (সা.) পৃথিবীর জন্য উদাহরণ রেখে গেছেন। কিন্তু আমরা তাঁর শিক্ষা থেকে দূরে সরে গিয়ে নিজেদের ইসলামকে বিভাজিত করেছি— কত ফেরকা, কত মতভেদে বিভক্ত হয়েছি। অথচ তিনি ছিলেন ঐক্যের প্রতীক।”

তিনি আরও বলেন, “মহানবীর রেখে যাওয়া আদর্শ, আল্লাহর কাছ থেকে প্রাপ্ত বাণী এবং তাঁর ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্য যদি আমরা সামান্যও অনুসরণ করতাম, তাহলে দেশ থেকে হানাহানি, অন্যায়-অনাচার, রক্তপাত সব বন্ধ হয়ে যেত।”

রিজভীর মতে, মুসলিম সমাজের সবচেয়ে বড় ব্যর্থতা হলো মহানবীকে মডেল হিসেবে গ্রহণ না করা, তাঁকে অনুকরণ না করা।

মিলাদ মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী শফুসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত