ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
নিজস্ব প্রতিবেদক: আজ বিশ্বজুড়ে মুসলিম উম্মাহ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করছে। ১২ রবিউল আউয়াল, যে দিনে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন এবং একই দিনে ইন্তেকাল করেন, সে দিনটি মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। বাংলাদেশেও সরকারি ছুটির মধ্যে দিনটি নানা কর্মসূচির মাধ্যমে উদযাপিত হচ্ছে।
৫৭০ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে মা আমিনার কোলে জন্ম নেন মহানবী (সা.)। আরব জাহান তখন নিমজ্জিত ছিল ‘আইয়ামে জাহেলিয়াত’ নামে পরিচিত অন্ধকার ও বিশৃঙ্খলার যুগে। সর্বত্র মূর্তিপূজা, হানাহানি আর অনাচার ছড়িয়ে পড়েছিল। মানবজাতিকে সঠিক পথে পরিচালনা করার জন্যই মহান আল্লাহ প্রিয় নবী (সা.)-কে প্রেরণ করেন।
অতি অল্প বয়সেই তিনি আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন। প্রায়ই হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। ২৫ বছর বয়সে বিবি খাদিজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ৪০ বছর বয়সে নবুয়তের মহান দায়িত্ব লাভ করেন। মুসলিম বিশ্বাস অনুযায়ী, বিশ্বনবীর জন্ম না হলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতেন না—এ কারণেই এ দিনের তাৎপর্য অতুলনীয়।
পবিত্র দিনটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণীতে আশা প্রকাশ করেছেন, ঈদে মিলাদুন্নবী (সা.) সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে। তিনি মুসলিম উম্মাহর ঐক্য আরও সুসংহত হোক বলে কামনা করেন।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এক বাণীতে উল্লেখ করেছেন, মহানবী (সা.) ন্যায়, সাম্য ও মানবতার যে মহৎ শিক্ষা দিয়েছেন, তা আজও অত্যন্ত প্রাসঙ্গিক। মদিনার সনদের দৃষ্টান্ত অনুসরণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের চর্চার মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গড়া সম্ভব।
এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারও দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। তারা সবাই রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা ও জীবনাদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণের আহ্বান জানিয়েছেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলার আয়োজন করা হয়েছে, পাশাপাশি আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজনও থাকবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- বিএনপির মনোনয়নে শেয়ারবাজারে ঝড় তুলেছে তিন কোম্পানি