ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা

২০২৫ সেপ্টেম্বর ০৫ ১২:০২:১৩

ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য অধিদপ্তর সম্প্রতি একটি প্রতারক চক্র সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে, যারা উপজেলা পর্যায়ে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ‘উপজেলা মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র, গণস্বাস্থ্য প্রকল্প ২০২৫’ নামে একটি ভুয়া প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এই প্রতিষ্ঠানটি মহাখালী, ঢাকা’র ঠিকানা ব্যবহার করে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, ইউনিট অফিসার এবং স্বাস্থ্য সহকারী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতারকরা স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের (প্রশাসন) নাম ও স্বাক্ষর জাল করে দরখাস্ত আহ্বান করছে এবং এই ভুয়া বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর পরিষ্কারভাবে জানিয়েছে যে, উল্লিখিত প্রতিষ্ঠানটি তাদের আওতাধীন বা নিয়ন্ত্রণাধীন নয়। একটি অসাধু মহল প্রতারণামূলক উদ্দেশ্যে এ ধরনের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সাধারণ মানুষকে এই ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞপ্তি থেকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে এবং জড়িতদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত