ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

আজ ঢাকায় বাতাসের মান বিপজ্জনক

২০২৫ সেপ্টেম্বর ০৫ ১০:০৩:২১

আজ ঢাকায় বাতাসের মান বিপজ্জনক

নিজস্ব প্রতিবেদক: ঢাকার বাতাসের মান আজ বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। সুইস পরিবেশ মনিটরিং সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে ঢাকার বায়ুমান সূচক ১১৭। এটি সংবেদনশীল স্বাস্থ্যের মানুষ, শিশু ও বয়স্কদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত। এই পরিস্থিতির ফলে রাজধানী দূষিত শহরের তালিকায় ৮ম অবস্থানে উঠে এসেছে। তুলনামূলকভাবে, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার রেকর্ডে ঢাকা ৮২ বায়ুমান নিয়ে ১৭তম অবস্থানে ছিল।

আজ বায়ুদূষণের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার বায়ুমান ১৭৪, যা সবার জন্য অস্বাস্থ্যকর। শীর্ষ পাঁচে আরও রয়েছে উগান্ডার কাম্পালা (১৫৫), যুক্তরাষ্ট্রের ডেনভার (১৫৪), ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা (১৫৩) এবং চীনের বেইজিং (১৪২)।

আইকিউএয়ার জানিয়েছে, ঢাকার বাতাসে ক্ষুদ্র কণিকাই দূষণের প্রধান কারণ। এই দূষণ শ্বাসতন্ত্রের সমস্যা, হৃদরোগ ও দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি বাড়ায়। বিশ্বব্যাপী বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বাতাস বিশুদ্ধ ধরা হয়, ৫১–১০০ হলে সহনীয়, ১০১–১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর, ২০১–৩০০ হলে খুব অস্বাস্থ্যকর, আর ৩০০-এর ওপরে বাতাস দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বায়ুদূষণ জনিত স্বাস্থ্যঝুঁকিতে প্রতি বছর লাখ লাখ মানুষ প্রাণ হারায়। ২০২৩ সালে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত সমীক্ষায় দেখা গেছে, জীবাশ্ম জ্বালানি থেকে সৃষ্ট দূষণ বিশ্বব্যাপী প্রতি বছর ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক দূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘদিনের দূষণের কারণে বাইরে বের হলে মাস্ক পরা আবশ্যক। সংবেদনশীল মানুষদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইটভাটা ও শিল্পকারখানাগুলোকে দূষণ কমাতে নির্দেশ দিয়েছে। সাধারণ মানুষকে কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ করতে বলা হয়েছে। নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী রাখার পাশাপাশি নির্মাণসামগ্রী ঢেকে রাখতে হবে এবং পরিবহনের সময় ট্রাক-লরি ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, নির্মাণস্থলে দিনে অন্তত দুবার পানি ছিটানো বাধ্যতামূলক করা হয়েছে এবং পুরোনো ও ধোঁয়া তৈরি করা যানবাহন রাস্তায় চলাচল না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত