ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুরে দুই বাসে আগুন

২০২৫ নভেম্বর ১০ ১০:০৭:৩৫

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুরে দুই বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন কী কারণে বা কারা এটি ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আজ সোমবার ভোরে ফায়ার সার্ভিসে খবর আসে যে দুটি বাসে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানিয়েছেন, ভোর ৫টা ৪০ মিনিটে তাদের কাছে খবর আসে যে মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি ভিক্টর পরিবহনের বাসে আগুন লেগেছে। পরে দুটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসে আগুন কিভাবে লেগেছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের খবরও নেই।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত