ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

বহুতল ভবনেরব ভোটকেন্দ্রের তথ্য সংগ্রহে ইসির নির্দেশ

২০২৫ নভেম্বর ১০ ০৯:৫৭:২৪

বহুতল ভবনেরব ভোটকেন্দ্রের তথ্য সংগ্রহে ইসির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুতল ভবনের দ্বিতীয় বা তারও উর্ধ্ব তলায় যে ভোটকেন্দ্রগুলো স্থাপন করা হয়েছে, সেগুলোর তথ্য সংগ্রহে সব জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে।

ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত চিঠি অনুযায়ী, এসব বহুতল ভবনের ভোটকেন্দ্রের বিস্তারিত তথ্য আগামী ১৬ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা-১ শাখায় পাঠাতে হবে।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৬১টি। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি, যার মধ্যে পুরুষ ভোটারদের জন্য রয়েছে ১ লাখ ১৫ হাজার ৩৭টি এবং মহিলাদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত