ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

দেশজুড়ে চাঁদাবাজি চলছে, অনুসন্ধান করেন: নৌপরিবহন উপদেষ্টা

২০২৫ নভেম্বর ১০ ১২:২২:৫১

দেশজুড়ে চাঁদাবাজি চলছে, অনুসন্ধান করেন: নৌপরিবহন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে চাঁদাবাজি চলছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “শুধু পরিবহন টার্মিনাল নয়, চাঁদাবাজি হচ্ছে সর্বত্র। কারা করছে, তা আমি বলতে পারবো না। আমরা তো অনুসন্ধান করি না অনুসন্ধান করেন সাংবাদিকরা।”

সোমবার বেলা পৌনে ১১টার দিকে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে সকাল সাড়ে ৯টায় লালদিয়া কনটেইনার টার্মিনাল উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশের স্বার্থের ক্ষতি করে কাউকে বন্দর পরিচালনার অনুমতি দেওয়া হবে না। বন্দর কার্যক্রম সবসময় জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক ভারসাম্য বজায় রেখে পরিচালিত হবে।

বন্দরের ট্যারিফ বাড়ানোর বিষয়ে তিনি বলেন, “ট্যারিফ বাড়ানোর আগে আমরা ব্যবসায়ীসহ সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেছি। শ্রমিকদের সঙ্গেও কথা বলেছি। এখন শ্রমিকরা বলছে, তাদের সঙ্গে কথা হয়নি বিষয়টি খতিয়ে দেখা হবে।”

তিনি আরও বলেন, “১৯৮৪ সালের ট্যারিফ কাঠামো দিয়ে ৪০ বছর ধরে বন্দর পরিচালিত হচ্ছিল। এত বছর পর সেটি হালনাগাদ করা হয়েছে। তারপরও যেহেতু ব্যবসায়ীদের কাছ থেকে অভিযোগ এসেছে, তাই আমরা বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানাবো।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত