ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

নির্বাচন ঘিরে নাশকতার শঙ্কা, ঝুঁকি রোধে তৎপর ইসি

২০২৫ নভেম্বর ১০ ১২:১০:১৭

নির্বাচন ঘিরে নাশকতার শঙ্কা, ঝুঁকি রোধে তৎপর ইসি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার জন্য ডিসেম্বরে প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) পরিকল্পনা করছে, ভোটগ্রহণ ফেব্রুয়ারির ১২ তারিখের মধ্যে সম্পন্ন হবে। সেই প্রেক্ষিতে কমিশন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও ঝুঁকি নিরূপণে বিশেষ মনোযোগ দিচ্ছে।

নির্বাচন সামনে রেখে ইসি আশঙ্কা করছে, বিভিন্ন এলাকায় নাশকতা (স্যাবোটাজ) ঘটতে পারে। এই বিষয়ে সশস্ত্র বাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোও সতর্ক থাকার বার্তা দিয়েছে। সম্প্রতি ইসিতে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আইনশৃঙ্খলা বৈঠকের কার্যবিবরণীতে এসব তথ্য উঠে এসেছে।

বৈঠকে নির্বাচনের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে ২২টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্যবিবরণী অনুযায়ী, দেশের ৪২ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৮ হাজার ৬৬৩টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এই তথ্য রোববার সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধান, পুলিশের আইজিসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এমএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সশস্ত্র বাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে নির্বাচনকালীন ঝুঁকি নিয়ে শঙ্কা প্রকাশ করেন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, প্রতিপক্ষের ওপর হামলা, নির্বাচনে অনিয়মের চেষ্টা এবং ভোটের ইন্টিগ্রিটি নিয়ে বিতর্ক সবই সম্ভাব্য। প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটিংও বানচাল হতে পারে।

অন্যান্য অংশগ্রহণকারীরা ভোটকেন্দ্র ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ঝুঁকি তুলে ধরেন। সেনাবাহিনী প্রধানের প্রতিনিধি ভোটকেন্দ্রে প্রবেশ ও ভুল তথ্য ও গুজব প্রতিরোধে অ্যাপ ব্যবহারের পরামর্শ দেন। আনসার ও ভিডিপির মহাপরিচালক এবারের নির্বাচনের ঝুঁকিপূর্ণ প্রেক্ষাপটের কথা বলেন। ডিজিএফআইর মহাপরিচালক ও সিআইডি প্রধান সোশ্যাল মিডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক করেছেন। কার্যবিবরণীতে বলা হয়েছে, নাশকতা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে, নির্বাচনের অস্বাভাবিক পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলোকে প্রস্তুত থাকতে হবে এবং নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করতে হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত