ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
নির্বাচন বানচালের অপচেষ্টা রুখতে সতর্ক থাকতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে কোনো ধরনের ষড়যন্ত্র বা অপচেষ্টা বরদাশত করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, সমাজের ভেতরেই এমন একটি অংশ রয়েছে, যারা চায় না নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হোক।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টার দিকে পটুয়াখালীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো প্রচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন পররাষ্ট্র উপদেষ্টা।
তরুণ সমাজের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তৌহিদ হোসেন বলেন, গণতন্ত্র রক্ষায় তরুণদের অগ্রণী ভূমিকা অপরিহার্য। আগামী নির্বাচনে কী হবে বা কী হবে না—তার বড় একটি অংশ নির্ভর করবে তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর। ভোটাধিকার প্রয়োগে তরুণদের সচেতন ও সম্পৃক্ত করতে হবে।
বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে তিনি জানান, আসন্ন নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক উপস্থিত থাকবেন। এতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কাঙ্ক্ষিত পরিবর্তনের লক্ষ্যে সরকার গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য হচ্ছে একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, নিরপেক্ষতা শুধু কথায় নয়, কাজে প্রমাণ করতে হবে। ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাস থাকতেই পারে, তবে দায়িত্ব পালনের সময় তা প্রকাশ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সভায় নির্বাচন সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, নিরাপত্তা পরিকল্পনা, আন্তঃদপ্তর সমন্বয় এবং ভোটার উপস্থিতি বাড়ানোর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জেলার বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস: রোমাঞ্চকর ম্যাচটি চলছে-দেখুন সরাসরি (LIVE)