ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২
বেসরকারি কর্মচারীদের পোস্টাল ভোটের সুযোগ নেই
নিজস্ব প্রতিবেদক :চাকরির কারণে নিজ এলাকার বাইরে থাকা অনেক ভোটার আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন না। ইসির ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের সীমাবদ্ধতার কারণে এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন সাংবাদিক, বেসরকারি চাকরিজীবী এবং কাজের প্রয়োজনে বিভিন্ন এলাকায় অবস্থানরত ভোটাররা। তবে দেশের তিন শ্রেণির নাগরিক—ভোট গ্রহণ কর্মকর্তা, বন্দি এবং আইবাস বেতনভুক্ত সরকারি-বেসরকারি কর্মকর্তা—এবারও পোস্টাল ব্যালটে ভোট দিতে সক্ষম হবেন। এছাড়া ৬৯টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও প্রথমবারের মতো ভোটের এই সুবিধা পাবেন।
নির্বাচন কমিশন ও ডাক বিভাগ সূত্রে জানা যায়, প্রবাসী ভোটারদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ১৮ নভেম্বর উদ্বোধন করা হবে। ইতোমধ্যে অ্যাপের ট্রায়াল সম্পন্ন হয়েছে এবং শতাধিক মানুষকে অন্তর্ভুক্ত করে পরীক্ষামূলক যাচাই চালানো হয়েছে। এতে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। তবে অ্যাপ উন্মুক্ত হলেও সকল ভোটার একসঙ্গে নিবন্ধন করতে পারবেন না; নিবন্ধন ধাপে ধাপে পরিচালনা করা হবে এবং মোট ২১ দিনের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ থাকবে। নিবন্ধন অসম্পূর্ণ থাকলে সময় বাড়ানো হবে, এবং পোস্টাল ব্যালট আনা-নেওয়ায় সর্বোচ্চ ২৮ দিন সময় রাখা হয়েছে।
নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে ভোটারদের প্রথমে অ্যাপে নিবন্ধন করতে হবে এবং ব্যালট প্রাপ্য ঠিকানা দিতে হবে। সঠিক ভোটার নিশ্চিত করতে ভোটার অবস্থান, লাইভনেস যাচাই এবং মোবাইল নম্বরে ওটিপি যাচাই করা হবে। প্রয়োজনে ভোটাররা সরাসরি ইসির হটলাইন ১০৫-এ যোগাযোগ করে সহায়তা নিতে পারবেন।
পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাররা রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থীর নাম ছাড়া প্রতীক চিহ্নে ভোট দিতে পারবেন। ভোটার চাইলে ‘না’ ভোট দেওয়ার সুযোগও থাকবে। নিবন্ধিত ভোটারদের কাছে তিন ধরনের খাম পাঠানো হবে—বহির্গামী খাম, রিটার্নিং অফিসারের ঠিকানাসংবলিত ফেরত খাম এবং পোস্টাল ব্যালট রাখার জন্য ছোট খাম। ফেরত খাম যদি সময়মতো পৌঁছায় না, তা গণনাযোগ্য হবে না।
নিবন্ধন প্রক্রিয়া ভোটার তালিকার ওপর নির্ভরশীল হবে এবং ১৮ বছরের নিচে জাতীয় পরিচয়পত্রধারী কেউ পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন না। ইসি জানিয়েছে, অ্যাপটি সাইবার হামলা থেকে রক্ষা করার জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এনআইডি উইংয়ের ডিজি হুমায়ুন কবীর জানিয়েছেন, পরীক্ষার সময় কোনো ত্রুটি পাওয়া যায়নি এবং এটি সফলভাবে কাজ করছে। প্রধান চ্যালেঞ্জ হলো হ্যাকিং প্রতিরোধ করা, যা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে মোকাবিলা করা হচ্ছে।ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, প্রবাসী ভোটার অ্যাপ আনুষ্ঠানিকভাবে ১৮ নভেম্বর উদ্বোধন করা হবে। পূর্বের পরিকল্পনা অনুযায়ী ১৬ নভেম্বর লঞ্চ করা হওয়ার কথা থাকলেও অধিকাংশ দেশে সাপ্তাহিক ছুটি থাকায় উদ্বোধনের তারিখ পরিবর্তন করা হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- বিএনপির মনোনয়নে শেয়ারবাজারে ঝড় তুলেছে তিন কোম্পানি