ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে আর নতুন চিঠি দেয়নি বাংলাদেশ

২০২৫ সেপ্টেম্বর ০৪ ২০:২৫:৫৪

হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে আর নতুন চিঠি দেয়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে তাকে বাংলাদেশে ফেরত চেয়ে গত বছরের ডিসেম্বর (২০২৪) মাসে ভারতকে একবার চিঠি দিয়েছিল বাংলাদেশ। তবে এরপর থেকে ঢাকা এই বিষয়ে দিল্লিকে আর কোনো নতুন চিঠি পাঠায়নি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তৌহিদ হোসেন জানান, চিঠি শুধুমাত্র একবারই দেওয়া হয়েছিল এবং এরপর আর কোনো চিঠি আদান-প্রদান করা হয়নি। তবে বিভিন্ন সময়ে অন্তর্বর্তী সরকার মৌখিকভাবে ভারতের প্রতিনিধিদের কাছে শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি উত্থাপন করেছে। নতুন করে কোনো চিঠি দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, যদি দেওয়া হয়, তাহলে সাংবাদিকরা জানতে পারবেন।

প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি দেয় বাংলাদেশ।

ভারতের সঙ্গে সম্পর্কের 'জট' বিষয়ক এক প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের পক্ষ থেকে কোনো বাধা নেই। তবে এটি উভয় পক্ষের সদিচ্ছার ওপর নির্ভর করে এবং উভয় পক্ষ একমত হলে নিশ্চয়ই আলোচনা হবে।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত