ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

হজের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা নিয়ে যা জানা গেল

২০২৫ সেপ্টেম্বর ০৪ ১৯:৩৮:৫১

হজের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর ২০২৬ সালে হজে গমনেচ্ছুদের জন্য প্রাথমিক নিবন্ধন আগামী ১২ অক্টোবর শেষ হবে। সৌদি সরকারের নির্ধারিত সময়সীমা অনুযায়ী এই সময় আর বাড়ানো হবে না বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে। এই তথ্য ব্যাপক প্রচারের জন্য ধর্ম মন্ত্রণালয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে দেশের মোবাইল ফোন ব্যবহারকারী মুসলিম নাগরিকদের কাছে বিনামূল্যে খুদেবার্তা (এসএমএস) পাঠানোর অনুরোধ করেছে।

গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পাঠানো এক চিঠিতে মন্ত্রণালয় জানায়, হজ ২০২৬-এর সরকারি ও বেসরকারি মাধ্যমের প্রাথমিক নিবন্ধন গত ২৭ জুলাই থেকে শুরু হয়েছে। হজযাত্রীরা ৪ লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে পারছেন। হজ প্যাকেজ ঘোষণার পর বাকি টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে।

২০২৬ সালে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের মে মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

যদিও প্রাথমিক নিবন্ধনের জন্য এখনও এক মাসের বেশি সময় বাকি আছে, ধর্ম মন্ত্রণালয় এখনও হজ প্যাকেজ ঘোষণা করতে পারেনি। বিমান ভাড়া এবং সৌদি প্রান্তের খরচ পুরোপুরি নির্ধারিত না হওয়ায় এই বিলম্ব হচ্ছে। তবে মন্ত্রণালয় চলতি মাসের মাঝামাঝি সময়ে হজ প্যাকেজ ঘোষণার লক্ষ্য নিয়ে কাজ করছে বলে হজ অনুবিভাগের যুগ্ম-সচিব মো. মঞ্জুরুল হক জানিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন যে সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী ১২ অক্টোবরের পর আর কেউ নিবন্ধন করতে পারবেন না, তাই এই বিষয়ে ব্যাপক প্রচার অত্যন্ত জরুরি।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত