ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

দীর্ঘ ভোগান্তির পর নেপাল পৌঁছাল বাংলাদেশ ফুটবল দল

২০২৫ সেপ্টেম্বর ০৩ ২৩:৩৫:৫১

দীর্ঘ ভোগান্তির পর নেপাল পৌঁছাল বাংলাদেশ ফুটবল দল

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা বিলম্বে এবং আরও নানা বিড়ম্বনার পর বাংলাদেশ ফুটবল দল অবশেষে নেপালের কাঠমান্ডু পৌঁছেছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় বাংলাদেশ বিমানের ফ্লাইট নির্ধারিত থাকলেও, সেটি পুনঃনির্ধারিত হয় সন্ধ্যা সাতটায়। এরপরও ভোগান্তি শেষ হয়নি; বাংলাদেশ সময় রাত পৌনে আটটার দিকে যাত্রা শুরু হয় এবং প্রায় দেড় ঘণ্টা পর রাত সাড়ে নয়টায় কাঠমান্ডু পৌঁছান জামাল ভুঁইয়ারা।

নেপাল সফরে বাংলাদেশ ফুটবল দলের বিড়ম্বনা এবারই প্রথম নয়। এর আগেও একবার পুরো একটি দিন ফ্লাইট বিলম্বিত হয়েছিল, যার কারণে দলকে বিমানবন্দর সংলগ্ন হোটেলে রাত কাটিয়ে পরের দিন আবার রওনা দিতে হয়েছিল। এবার সাড়ে পাঁচ ঘণ্টা বিলম্বের সময় বাংলাদেশ দল ইউসিবি লাউঞ্জে অপেক্ষা করেছে।

বাংলাদেশ বিমান ফুটবল দলের জন্য বিশেষ কোনো ব্যবস্থা করতে না পারলেও, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জাতীয় দলের স্পন্সর ইউসিবি’র সঙ্গে যোগাযোগ করে ইউসিবি লাউঞ্জে খেলোয়াড়দের বিশ্রামের ব্যবস্থা করেন।

৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ দুটি প্রীতি ম্যাচ খেলবে। এই দুটি ম্যাচে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি খেলছেন না। এছাড়াও, মোরসালিন, আল আমিন, ফাহমিদুল, শ্রাবণরা অ-২৩ দলে খেলছেন।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত