ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ দেবে এনটিআরসিএ

এখন থেকে বাংলাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর তত্ত্বাবধানে পরিচালিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিষ্ঠান প্রধান নিয়োগে সরাসরি এনটিআরসিএ-এর নিয়ন্ত্রণ নিশ্চিত করা হবে।
এ সংক্রান্ত সিদ্ধান্ত বুধবার (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয়ের সভায় গৃহীত হয়েছে।
সভা সূত্রে জানা গেছে, নিয়োগ প্রক্রিয়ার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে, যা বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরের অর্ডিন্যান্স সংশোধনের কাজ দেখবে। শিক্ষামন্ত্রণালয় আশা করছে, আগামী সংসদ নির্বাচনের আগে এটি বাস্তবায়ন করা হবে।
এর আগে, গত ২৮ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম একটি প্রস্তাব পাঠান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সাবেক সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে। প্রস্তাবে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান, সহকারী প্রধান, সুপারিনটেনডেন্ট, সহকারী সুপার এবং অশিক্ষক কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে এনটিআরসিএ-এর মাধ্যমে প্রার্থী নির্বাচন ও সুপারিশ প্রক্রিয়া গ্রহণ করার প্রস্তাব করা হলো।
প্রস্তাবে আরও উল্লেখ করা হয়, এনটিআরসিএ আইন সংশোধনসহ নতুন ধারা ও উপধারা সংযোজন করা হবে। এছাড়া, প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান এবং অশিক্ষক কর্মচারীদের নিয়োগ পরীক্ষা গ্রহণের বিধিমালা প্রণয়নের কথাও বলা হয়েছে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও ন্যায্য করার উদ্দেশ্যে সংসদ কার্যকর না থাকায় অর্ডিন্যান্স জারি করার প্রস্তাবও এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার এসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার