ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

ব্যাটারি প্রযুক্তির বিপ্লব: ৫ মিনিটে ফুল চার্জ হবে স্মার্টফোন

২০২৫ সেপ্টেম্বর ০৩ ১৬:২৮:১২

ব্যাটারি প্রযুক্তির বিপ্লব: ৫ মিনিটে ফুল চার্জ হবে স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক: স্মার্টফোন ব্যবহারকারীদের অন্যতম বড় সমস্যা হলো ব্যাটারি চার্জ। তবে গবেষকরা বলছেন, আগামী কয়েক বছরের মধ্যে বাজারে এমন ব্যাটারি আসছে যা মাত্র ৫ মিনিটে পূর্ণ চার্জ হয়ে যাবে।

বর্তমানে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার হলেও গবেষকরা সোডিয়াম-আয়ন ও গ্রাফিন-ভিত্তিক নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছেন। এসব ব্যাটারি শুধু দ্রুত চার্জই হবে না, দীর্ঘ সময় চার্জ ধরে রাখবে এবং পরিবেশবান্ধব হবে।

বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তি শুধু মোবাইল ফোনেই সীমাবদ্ধ থাকবে না; ইলেকট্রিক গাড়ি, ল্যাপটপ ও স্মার্ট ডিভাইসেও এর ব্যবহার হবে। এর ফলে ইলেকট্রিক গাড়ি চার্জিং সময় কয়েক ঘণ্টা থেকে কমে কয়েক মিনিটে নেমে আসবে, যা টেকসই জ্বালানি ব্যবহারে বিশাল পরিবর্তন আনবে।

তবে ব্যাটারি উৎপাদনের খরচ এবং ব্যাপক স্কেলে প্রযুক্তি বাস্তবায়ন এখনো চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। আগামী কয়েক বছরে বড় কোম্পানিগুলো বাজারে এই আল্ট্রা-ফাস্ট চার্জিং ব্যাটারি আনবে বলে আশা করা হচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত