ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

কমিট্যাটাস অ্যাক্ট ভঙ্গ, ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা

২০২৫ সেপ্টেম্বর ০৩ ০১:২৮:১৬

কমিট্যাটাস অ্যাক্ট ভঙ্গ, ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েনকে অবৈধ ঘোষণা করেছে দেশটির একটি আদালত।

ক্যালিফোর্নিয়ার বিচারক চার্লস ব্রেয়ার মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এই রায় দেন, যা ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় ধাক্কা। এই রায় এমন এক সময়ে এলো, যখন ট্রাম্প দেশজুড়ে অবৈধ অভিবাসন ও ফৌজদারি অপরাধ দমনে বিভিন্ন শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনের পরিকল্পনা করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

বিচারক ব্রেয়ার তার রায়ে বলেছেন, ন্যাশনাল গার্ড মোতায়েন করে প্রশাসন পোসসে কমিট্যাটাস অ্যাক্ট ভঙ্গ করেছে। এই আইনটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যুতে সামরিক শক্তি প্রয়োগে কেন্দ্রীয় সরকারের ক্ষমতার সীমা নির্ধারণ করে। রায়ে ন্যাশনাল গার্ড সদস্যদের গ্রেফতার, তল্লাশি, জব্দ, নিরাপত্তা টহল, যান চলাচল নিয়ন্ত্রণ, ভিড় নিয়ন্ত্রণ, দাঙ্গা নিয়ন্ত্রণ, প্রমাণ সংগ্রহ, জিজ্ঞাসাবাদ বা তথ্যদাতা হিসেবে কাজ করার মতো কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

হোয়াইট হাউজ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং বিচারবিভাগের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে, রায়ের কার্যকারিতা ১২ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে, যা বিশ্লেষকদের মতে ট্রাম্পের আপিলের সুযোগ তৈরি করবে।

চলতি বছর ক্ষমতায় আসার পর ট্রাম্প কঠোর অভিবাসন নীতি প্রয়োগ করেন, যার প্রতিক্রিয়ায় লস অ্যাঞ্জেলেসে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমনে ট্রাম্প ন্যাশনাল গার্ড মোতায়েন করেন। এই পদক্ষেপের পর পোসসে কোমিট্যাটাস অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে লস অ্যাঞ্জেলেসের গভর্নর গ্যাভিন নিউসোম ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেন।

বর্তমানে রাজধানী ওয়াশিংটন ডিসিতে ফৌজদারি অপরাধ দমন ও গৃহহীনদের সড়ক থেকে উচ্ছেদের জন্য ন্যাশনাল গার্ডের কয়েকশ সদস্য মোতায়েন করা হয়েছে। শিকাগোতেও চলতি সপ্তাহে একই ধরনের পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন ট্রাম্প।

উল্লেখ্য, ন্যাশনাল গার্ড হলো রাজধানীসহ প্রতিটি অঙ্গরাজ্যের একটি বিশেষায়িত বাহিনী, যা সংশ্লিষ্ট রাজ্যের নির্বাহী প্রধানের কাছে দায়বদ্ধ থাকে। কেবলমাত্র ডিসির বাহিনীর ওপর প্রেসিডেন্টের সরাসরি কর্তৃত্ব রয়েছে। সাধারণত, রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয় ছাড়া অঙ্গরাজ্যের বাইরে ন্যাশনাল গার্ড মোতায়েনের তেমন নজির নেই।

ব্রেয়ারের এই রায় শুধুমাত্র ক্যালিফোর্নিয়ায় প্রযোজ্য হলেও, এটি ট্রাম্পের নীতিমালা বাস্তবায়নে ন্যাশনাল গার্ড ব্যবহারের পরিকল্পনায় আইনি বাধা সৃষ্টি করতে পারে। রায়ে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক নির্বাহী আদেশ এবং বিবৃতির কারণে উদ্বেগ সৃষ্টি হয়েছে যে, তিনি ক্যালিফোর্নিয়ার অন্যান্য স্থানে ন্যাশনাল গার্ডকে আইন ভঙ্গের নির্দেশ দিতে পারেন। বিচারক আরও সতর্ক করেন যে, ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের যৌথ উদ্যোগে প্রেসিডেন্টকে প্রধান করে একটি জাতীয় পুলিশ বাহিনী গড়ে তোলার ঝুঁকি তৈরি হতে পারে।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত