ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

হাইকোর্টের নির্দেশে নিবন্ধন পাচ্ছে নেজামে ইসলামী পার্টি

২০২৫ সেপ্টেম্বর ০২ ২৩:৩০:১৬

হাইকোর্টের নির্দেশে নিবন্ধন পাচ্ছে নেজামে ইসলামী পার্টি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নেজামে ইসলামী পার্টিকে একটি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি ফয়সাল হোসেন আরিফের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন ও মো. ওমর ফারুক। অন্যদিকে, নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুনতাসীর মাহমুদ রহমান, তাকে সহযোগিতা করেন এএনএম আশিকুর রহমান খান।

এর আগে, নির্বাচন কমিশন প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে দলটিকে নিবন্ধন না দেওয়ায় বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ মুসা বিন এজাহার হাইকোর্টে রিট আবেদন করেন।

আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত