ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

আসন্ন নির্বাচনের আগে কর্মকর্তা বাছাই শুরু, নির্দেশ ইসির

২০২৫ সেপ্টেম্বর ০২ ২১:১৫:০৭

আসন্ন নির্বাচনের আগে কর্মকর্তা বাছাই শুরু, নির্দেশ ইসির

আগামী সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ প্যানেল প্রস্তুত করার নির্দেশ দিয়েছে।

আজ মঙ্গলবার জেলা নির্বাচন কর্মকর্তাদের এই নির্দেশ দেওয়া হয়।

প্যানেল প্রস্তুতির তথ্য সংগ্রহে মাঠ কর্মকর্তাদের ৩০ অক্টোবর পর্যন্ত সময় বেধে দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে সব জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্যানেল গঠনের জন্য সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে শ্রেণি ও গ্রেডভিত্তিক কর্মকর্তা-কর্মচারীর তালিকা সংগ্রহ করতে হবে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

এর আগে ইসি জানায়, নির্বাচনকে সামনে রেখে প্রায় ৯ লাখ ২৫ হাজার ৬০৫ জন ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেপ্টেম্বরে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত