ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

ট্রাম্পকে নিয়ে সিনেমা বানাতে চান উডি

২০২৫ সেপ্টেম্বর ০২ ১৬:০৯:৪৪

ট্রাম্পকে নিয়ে সিনেমা বানাতে চান উডি

বিনোদন ডেস্কঃ চারবারের অস্কারজয়ী মার্কিন পরিচালক উডি অ্যালেন জানিয়েছেন, সুযোগ পেলে আবারও ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সিনেমা বানাতে চান তিনি। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া তার নির্মিত সেলিব্রিটি চলচ্চিত্রে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প অভিনয় করেছিলেন বিশেষ চরিত্রে।

সম্প্রতি পরিচালক বিল মার-এর পডকাস্টে অতিথি হয়ে এসে অ্যালেন বলেন, “আমি সম্ভবত অল্প কয়েকজনের একজন, যিনি ট্রাম্পকে সিনেমায় অভিনয় করিয়েছি। সেলিব্রিটি ছবিতে তিনি দারুণ কাজ করেছিলেন। সময়মতো শুটিংয়ে হাজির হয়েছেন, খুব ভদ্র ছিলেন এবং নিজের দৃশ্যগুলো নিখুঁতভাবে সম্পন্ন করেছেন। আমি তার ভেতর অভিনয়ের প্রতি একধরনের স্বাভাবিক ঝোঁক দেখেছি।”

অভিজ্ঞতাকে ইতিবাচক বলে উল্লেখ করে অ্যালেন আরও বলেন, “তিনি এখন রাষ্ট্রপতি হলেও যদি আবারও তাকে পরিচালনা করার সুযোগ পাই, দারুণ কিছু করা সম্ভব হবে।”

সিনেমাটিতে ট্রাম্প নিজেকে চরিত্র হিসেবে উপস্থাপন করেছিলেন। এক দৃশ্যে তিনি রসিকতা করে এক সাংবাদিককে বলেন, সেন্ট প্যাট্রিকস ক্যাথেড্রাল কিনে তা ভেঙে অনেক উঁচু একটি ভবন গড়তে চান। আত্মপরিহাসভিত্তিক এ দৃশ্য দর্শকদের কাছে নতুন এক ট্রাম্পকে পরিচিত করেছিল।

যদিও ট্রাম্পের রাজনৈতিক অবস্থানের সঙ্গে উডি অ্যালেনের মতপার্থক্য রয়েছে। তিনি জানিয়েছেন, ২০২৪ সালের নির্বাচনে ভোট দিয়েছেন কামালা হ্যারিসকে। তার ভাষ্য, “রাজনীতির প্রায় ৯৯ শতাংশ বিষয়ে আমি ট্রাম্পের সঙ্গে একমত নই। তবে একজন অভিনেতা হিসেবে তিনি অসাধারণ। পর্দায় তার উপস্থিতি সত্যিই আকর্ষণীয়।”

অ্যালেন অবাক হয়ে বলেন, “আমি তাকে দেখেছি বাস্কেটবল খেলা উপভোগ করতে, গলফ খেলতে বা সুন্দরী প্রতিযোগিতার বিচারক হতে। সেগুলো ছিল আরামদায়ক ও বিনোদনমূলক। হঠাৎ তিনি এত জটিল রাজনৈতিক ময়দানে নামলেন—এটা আমার কাছে রহস্যজনক।”

তিনি শেষ করেন এই মন্তব্য দিয়ে—“আমি তার রাজনীতি পছন্দ করি না, কিন্তু সিনেমার শুটিংয়ে ট্রাম্প ছিলেন ভীষণ পেশাদার। সবার সঙ্গে ভালো ব্যবহার করেছেন। সেই অভিজ্ঞতা অসাধারণ।”

অ্যালেনের এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিতর্কিত এক রাজনীতিককে নিয়ে তার প্রকাশ্য প্রশংসা যেমন অনেকের কাছে প্রশংসনীয় মনে হয়েছে, অন্যদিকে সমালোচনারও ঝড় উঠেছে।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত