ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

জাপা এগিয়ে, জামায়াত পিছিয়েঃ শহীদ খান

২০২৫ সেপ্টেম্বর ০২ ১৫:১২:৫৯

জাপা এগিয়ে, জামায়াত পিছিয়েঃ শহীদ খান

নিজস্ব প্রতিবেদক: সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আবু আলম শহীদ খান সম্প্রতি এক টক শোতে মন্তব্য করেছেন, আসন্ন নির্বাচনে জামায়াতের সম্ভাবনা সীমিত এবং তারা ১০ সিটও পেতে পারবে না। তার মতে, জাতীয় পার্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি উজ্জ্বল। এছাড়া নির্বাচনে আওয়ামী লীগের কিছু স্বতন্ত্র অংশও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শহীদ খান বলেন, “আমি নিশ্চিত নই জনগণ কাকে ভোট দেবে। জামায়াতকে ভোট দিলে আমি তা মেনে নেব না। তবে তারা চাইলে এবং জনগণের কাছে নিজেকে ঠিকভাবে উপস্থাপন করতে পারলে, ১০টি আসনও জিততে পারে। কিন্তু বড় বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশের জন্য ৫০–৮০ আসন প্রয়োজন। ১০ আসনও জিতলে একটি গোষ্ঠী হিসেবে উপস্থিত থাকা সম্ভব।”

জাতীয় পার্টির সম্ভাবনা নিয়ে তিনি বলেন, “জাতীয় পার্টির ‘লাঙল’ মার্কা রয়েছে। তারা একসময় স্বৈরাচার ছিল, কিন্তু ১৯৯১ সালের নির্বাচনে জেনারেল এরশাদকে জেলে রেখেছিলেন। ওই সময় ন্যায্য সুযোগ না পেলে তারা ৩৯টি আসন জিতেছিল, যা প্রমাণ করে তাদের রাজনৈতিক শক্তি রয়েছে।”

শহীদ খান আরও উল্লেখ করেন, “আওয়ামী লীগের যারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না, তাদের মধ্যে অনেক বিদ্রোহী সদস্য রয়েছে, যারা অন্য পার্টিতে যোগ দিতে পারেন। এমন প্রার্থী নানা দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ ৩০০ আসনের নির্বাচনে নতুন নেতা জন্ম দেওয়াটা সহজ নয়।”

নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে তিনি বলেন, “নির্বাচন অনিবার্য। ডিসেম্বরে হলেও নির্বাচন হওয়া উচিত, ফেব্রুয়ারি হলে আরও ভালো। দেশকে অস্থিতিশীলতা ও অর্থনৈতিক চ্যালেঞ্জ থেকে রক্ষা করতে দ্রুত নির্বাচন আয়োজন জরুরি। বর্তমান সরকার কার্যক্রম সীমিত রাখায় বেকারত্ব ও দারিদ্র্য বৃদ্ধি পেয়েছে। তাই ভোটের ব্যবস্থা দ্রুত করা প্রয়োজন।”

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত